বাংলা নিউজ > ছবিঘর > Urban Housing Scheme: 'শহরে হবে নিজের বাড়ি', স্বপ্ন দেখিয়েছিলেন মোদী, শীঘ্রই প্রকল্প চালু করবে কেন্দ্র

Urban Housing Scheme: 'শহরে হবে নিজের বাড়ি', স্বপ্ন দেখিয়েছিলেন মোদী, শীঘ্রই প্রকল্প চালু করবে কেন্দ্র

স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ২৪-এর ভোটের অঙ্ক কষতে শুরু করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে শহুরে মধ্যবিত্তদের মাথার ওপর ছাদ দেওয়ার জন্য নয়া প্রকল্পের ঘোষণা করেছিলেন। সেই প্রকল্প শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে বলে জানালেন কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী।