US Commercial Spacecraft on Moon: প্রথমবার চাঁদের মাটিতে 'বাণিজ্যিক' মহাকাশযান, তবে মার্কিন ল্যান্ডারে দেখা দিল 'সমস্যা'
Updated: 23 Feb 2024, 02:18 PM ISTকয়েক মাস আগেই চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছিল ভারতের ল্যান্ডার বিক্রম। এবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে পৌঁছল মার্কিন মহাকাশযান। এই প্রথমবার কোনও বাণিজ্যিক মহাকাশযান পৌঁছল চাঁদে। তবে মার্কিন ল্যান্ডার ওডিসাস-এর থেকে স্পষ্ট ট্রান্সমিশন হচ্ছে না পৃথিবীতে। এমনটাই জানা গিয়েছে রিপোর্টে।
পরবর্তী ফটো গ্যালারি