US to help Adani in Sri Lanka Port project: চিনকে ঠেকাতে শ্রীলঙ্কায় আদানির বন্দরে ৪৬০৪ কোটি টাকা সাহায্য করবে আমেরিকা
Updated: 09 Nov 2023, 12:45 PM ISTক্রমেই শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বিস্তার করছে চিন। এতে উদ্বিগ্ন ভারত। আমেরিকারও নজর রয়েছে এদিকে। এরই মাঝে এবার জানা গেল, কলম্বোতে আদানির তৈরি বন্দরের প্রকল্পে ৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করবে করবে আমেরিকা। ভারতীয় মুদ্রায় যা ৪৬০৪ কোটি টাকা। এই অর্থ ঋণ বাবদ দেওয়া হবে।
পরবর্তী ফটো গ্যালারি