কির্লোস্কর সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। কির্লোস্কর গ্রুপের চতুর্থ প্রজন্মের প্রধান ছিলেন বিক্রম কির্লোস্কর। এর পাশাপাশি CII, SIAM এবং ARAI এর মতো সংগঠনের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। মঙ্গলবার, ২৯ নভেম্বর প্রয়াত হন।
1/7মঙ্গলবার, ২৯ নভেম্বর প্রয়াত হন টয়োটা কির্লোস্কর মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান বিক্রম কির্লোস্কর। হার্ট অ্যাটাকের কারণে গত গয়েছেন তিনি। তাঁর ৬৪ বছর বয়স হয়েছিল। দেশের অন্যতম খ্যাতনামা ব্যবসায়ী তিনি। ফাইল ছবি: টয়োটা (Toyota)
2/7টয়োটা ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়েছে।বুধবার ব্যাঙ্গালুরুর Hebbal Crematorium এ তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হবে বলে টুইট করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Toyota)
3/7বিক্রম কির্লোস্কারের ১৯৫৮ সালে জন্ম। উটির লরেন্স স্কুলে স্কুলে পড়াশোনা করেন। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে স্নাতক বিক্রম কির্লোস্কর। এমআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়েছিলেন তিনি। পরবর্তীকালে এক সাক্ষাত্কারে তিনি জানান, এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকগ্রাউন্ড তাঁকে পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করেছিল। ফাইল ছবি: পিটিআই (Toyota)
4/7কির্লোস্কর সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। কির্লোস্কর গ্রুপের চতুর্থ প্রজন্মের প্রধান ছিলেন বিক্রম কির্লোস্কর। এর পাশাপাশি CII, SIAM এবং ARAI এর মতো সংগঠনের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। ফাইল ছবি: পিটিআই (Toyota)
5/7তিনি কির্লোস্কার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ছিলেন। ভারতে টয়োটার আধুনিক রূপ এবং ব্যবসায়িক অংশীদারিত্বের পিছনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯০ এর দশকের শেষের দিকে টয়োটার ব্যবসা ভারতে আনার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ফাইল ছবি: এএনআই (Toyota)
6/7কির্লোস্কর গ্রুপের সদর দফতর পুণে। আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের ৭০টিরও বেশি দেশে রফতানি করে এই সংস্থা। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Toyota)
7/7সংস্থার ফ্ল্যাগশিপ এবং হোল্ডিং কোম্পানি, কিরলোস্কর ব্রাদার্স লিমিটেড। ১৮৮৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা ভারতের সবচেয়ে বড় পাম্প এবং ভালভ প্রস্তুতকারক। কির্লোস্কর গ্রুপ অফ কোম্পানি ভারতে আধুনিক ইঞ্জিনিয়ারিং শিল্পের সূচনাকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম। টয়োটার সঙ্গে অংশীদারিত্বে ভারতে টয়োটার গাড়ি উত্পাদন করে এই সংস্থা। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Toyota)