1/7বৃহস্পতিবারও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে এক থেকে দুটি জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ষণের পূর্বাভাস আছে উত্তরবঙ্গেও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/7বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের থেকে পারদ পড়লেও স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি আছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/7আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দুই ২৪ পরগনা, পূূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/7হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিনে তেমনভাবে রাতের তাপমাত্রার হেরফের হবে না। পরবর্তী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/7আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আট জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার)
6/7হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিনে তেমনভাবে রাতের তাপমাত্রার হেরফের হবে না। পরবর্তী তিনদিনে হিমালয় সংলগ্ন এলাকায় পারদ তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার)
7/7তারইমধ্যে নয়া বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি এবং শেষ লগ্নে পশ্চিমী ঝঞ্জার ভ্রুকূটি আছে। তার জেরে উত্তুরে হাওয়া বাধা পাবে। স্বভাবতই বাড়বে তাপমাত্রা। তারপর জাঁকিয়ে শীতের জন্য জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)