আবেগ উস্কে আজ কলকাতার রাজপথে নামছে দোতলা বাস, ছবিতে দেখুন নতুন রূপ
Updated: 13 Oct 2020, 09:52 AM ISTএবার আর যাত্রী পরিবহণের জন্য নয়। অজানা কলকাতাকে নতুন করে চেনাতে শহরে প্রমোদভ্রমণের জন্য সূচনা করা হচ্ছে এই দোতলা বাসের। আপাতত ৫১ আসনের এই দোতলা বাস দুটি পুজো পরিক্রমা ও প্যান্ডেল হপিংয়ের জন্য ব্যবহার করা হবে।
পরবর্তী ফটো গ্যালারি