WhatsApp chat lock using secret code: সিক্রেট কোড দিয়ে WhatsApp-এ লুকিয়ে রাখুন ‘স্পেশাল’ চ্যাট! এল নয়া ফিচার, কীভাবে?
Updated: 02 Dec 2023, 10:16 AM ISTনিজের হোয়্যাটসঅ্যাপ চ্যাট কেই বা লুকিয়ে রাখতে না চান। ব্যক্তিগত চ্যাট হোক বা প্রয়োজনীয় চ্যাট - অন্যকে দেখাতে চান না অনেকেই। আর তাঁদের জন্য সুখবর আনল WhatsApp। এবার থেকে সিক্রেট কোডের মাধ্যমে চ্যাট লকের ব্যবস্থা করা হল। যা দেখে নিজেকে গোয়েন্দা মতো মনে হতেই পারে।
পরবর্তী ফটো গ্যালারি