বিশ্বস্বাস্থ্য সংস্থা হুয়ের তরফে বলা হচ্ছে, কোভিড থেকে দূরে থাকতে মাস্ক পরার বিষয়টিকে নজরে রাখার কথা বলা হয়েছে। যেকোনও সামাজিক জমায়েতে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
1/7কোভিড ১৯ বহু দেশেই ভয়াবহ আকার ধারণ করে নিতে শুরু করেছে। চিন, জাপান সমেত একাধিক দেশের থেকে ভারতে আসা যাত্রীদের ক্ষেত্রে টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র। এদিকে, সদ্য বিশ্বস্বাস্থ্য সংস্থা হুএর তরফে কোভিড ঘিরে একটি নতুন গাইডলাইন প্রকাশিত হয়েছে। দেখে নেওয়া যাক, সেই গাইডলাইনে কী বলা হচ্ছে।
2/7বিশ্বস্বাস্থ্য সংস্থা হুয়ের তরফে বলা হচ্ছে, কোভিড থেকে দূরে থাকতে মাস্ক পরার বিষয়টিকে নজরে রাখার কথা বলা হয়েছে। যেকোনও সামাজিক জমায়েতে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। (Praful Gangurde/HT Photo) (HT PHOTO)
3/7কোভিডের নতুন ভ্যারিয়েন্ট যেভাবে হু হু করে ছড়িয়ে পড়ছে, তাতে অনেকের কাছেই মাস্ক পরা জরুরি বলে দাবি সংস্থার। ফের একবার মাস্ক পরার অভ্যাস সঙ্গী করে নেওয়ার পক্ষে সওয়াল করেছে হু। এছাড়াও জোর দেওয়া হয়েছে বুস্টার ডোজের ওপর। (John Cairns, University of Oxford via AP)
4/7বিশ্বস্বাস্থ্য সংস্থা হু বলেছে, কোনও রোগীর মধ্যে যদি কোভিডের উপসর্গ তৈরি হয়ে যায়, তাহলে তিনি নিজেকে অন্ততপক্ষে ১০ দিন আইসোলেশনে রাখুন। যেদিন থেকে উপসর্গ তৈরি হচ্ছে, সেই দিন ধরে ১০ দিনের আইসোলেশন প্রয়োজন। (PTI Photo)
5/7এর আগে, কোভিডের গাইডলাইনে বলা হয়েছিল, যাঁদের কোভিডের উপসর্গ দখা দেবে, তাঁরা যেন উপসর্গ তৈরির সময়ের থেকে ১০ দিন বাদে নিজেদের আইসোলেশন থেকে বের করেন। এরপর আইসোলেশন থেকে বেরিয়ে অন্তত ৩ দিন নিজেকে পর্যবেক্ষণে রাখার কথা বলেছিবল হু। PTI Photo)
6/7কার পরবেন মাস্ক- হুএর তরফে জানানো হয়েছে যে, কারা মাস্ক পরবেন তারও বিশেষ কিছু পরিস্থিতি রয়েছে। ১) যখন কেউ কোভিড থেকে সেরে উঠবেন, তখন পরতে হবে। ২) আশপাশের কারোর কোভিডের উপসর্গ থাকলে পরতে হবে। ৩) কোভিডের সম্ভাবনা রয়েছে মনে হলে পড়তে পারে। ৪) বা কোনও বদ্ধ জায়গায় থাকলে করোনার মাস্ক পরা জরুরি। (Photo by Arvind Yadav/ Hindustan Times)
7/7বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও ওষুধের ক্ষেত্রে, নিরমাত্রেলভির-রিটোনেভির-এর মতো ওষুধ ব্যবহারে সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে সতর্কতা থেকে যেন কেউ দূরে না থাকেন, তার জন্য সরব হয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু।. Source: Bloomberg