বাংলা নিউজ >
ছবিঘর >
ধাওয়ানের ব্যাটিং থেকে সিরাজের টানটান শেষ ওভার, দেখে নিন ভারতের জয়ের ৫টি কারণ
ধাওয়ানের ব্যাটিং থেকে সিরাজের টানটান শেষ ওভার, দেখে নিন ভারতের জয়ের ৫টি কারণ
Updated: 23 Jul 2022, 08:04 AM IST
লেখক Sanjib Halder
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে ভারত। এর ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ধাওয়ান, গিল এবং শ্রেয়সরা বোর্ডে ৩০৮ রান তুলেছিল ভারত। জবাবে পুরানরা তোলে ৩০৫ রান।
1/5এদিনের ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে বেঁধে রেখেছিলেন চাহাল ও শার্দুল ঠাকুর জুটি। দুজনেই দুটি করে উইকেট শিকার করেছিলেন। তবে বল করার আগে ব্যাট হাতে ৫ বলে ৭ রান করেছিলেন শার্দুল। (ছবি-এপি) (AP)
2/5শিখর ধাওয়ান ও শুভমন গিলের দুরন্ত পার্টনারশিপে এদিন ভারতের ইনিংসের মজবুত ভিত তৈরি করেছিল। ১১৯ রানের পার্টনারশিপ গড়েছিল এই ওপেনিং জুটি। (ছবি-বিসিসিআই টুইটার) (AP)
3/5শেষ ওভারে ১৫ রান করলেই জিততে পারত ওয়েস্ট ইন্জিজ। সেই সময়ে বল করতে আসেন মহম্মদ সিরাজ। একটা সময়ে ম্যাচ প্রায় হাতের বাইরে চলে যাচ্ছিল। তবে সঞ্জু ও সিরাজের বুদ্ধিতে ম্যাচ জেতে ভারত। (ছবি-এপি) (AP)
4/5এদিনের ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেন শ্রেয়স আইয়ার। বহুদিন পরে আবার অর্ধশতরান করলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। এদিন ৫৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে ভারতের জয়ের ভিত তৈরি করেন শ্রেয়স আইয়ার। (ছবি-বিসিসিআই) (AP)
5/5ভারতের ব্যাটিং ইনিংসের শেষ দিকে অক্ষর প্যাটেল ও দীপক হুডার ব্যাটিং ভারতীয় ইনিংসকে ৩০০ রান ক্রস করতে সাহায্য করে। এদিন দীপক হুডা ২৭ রান করেন, অক্ষর প্যাটেল ২১ রান করেন। (ছবি-এপি) (AP)