Windfall Tax on Petroleum Slashed: অশোধিত তেলের ওপর উইন্ডফল ট্যাক্স কমে শূন্য, ডিজেল রফতানিতে কর কমে আধা
Updated: 05 Apr 2023, 11:31 AM ISTভারতীয় জ্বালানি তেল উৎপাদনকারী সংস্থাগুলির জন্য সুখবর। তেল রফতানি থেকে হওয়া লভ্যাংশের ওপর যে উইন্ডফল ট্যাক্স ধার্য করা হয়, তা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল সরকার। আজ থেকে এই নয়া কর কার্যকর করা হয়েছে। এর ফলে বিদেশে জ্বালানি রফতানি করে পকেটে আরও বেশি লাভ তুলতে পারবে সংস্থাগুলি।
পরবর্তী ফটো গ্যালারি