WTC Points Table: দক্ষিণ আফ্রিকায় হারের মাশুল! WTC ফাইনালে উঠতে ভারতের ভরসা শ্রীলঙ্কা, বাংলাদেশ
Updated: 17 Jan 2022, 11:39 AM IST Ayan Das 17 Jan 2022 WTC 2021-23, World Test Championship Table, World Test Championship Points Table, IND vs SL, IND vs BAN, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ভারত বনাম শ্রীলঙ্কা, ভারত বনাম বাংলাদেশবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় আপাতত বেশ বেকায়দায় আছে ভারত। ৪৯.০৭ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে আছে টিম ইন্ডিয়া। সামনে আছে শ্রীলঙ্কা (১০০ শতাংশ), অস্ট্রেলিয়া (৮৬.৬৬ শতাংশ), পাকিস্তান (৭৫ শতাংশ) এবং দক্ষিণ আফ্রিকা (৬৬.৬৬ শতাংশ)। চ্যাম্পিয়নশিপের ফর্ম্যাট অনুযায়ী, তালিকার শীর্ষে থাকা দুই দল ফাইনালে খেলবে। ফলে ফাইনালের টিকিট পাওয়ার জন্য চলতি বছর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পরবর্তী ফটো গ্যালারি