তিন ও চার নম্বরে রয়েছে রিয়ালমি ও ভিভো। উভয়েরই মার্কেট শেয়ার যথাক্রমে ১৬ এবং ১৫ শতাংশ।
1/5ভারতের বাজারের ২৩ শতাংশই Xiaomi-র দখলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে Xiaomi দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন ব্র্যান্ড। দ্বিতীয় স্থানে স্যামসাং। তাদের বাজার শেয়ার ২০ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Divya / HT Tech)
2/5তিন ও চার নম্বরে রয়েছে রিয়ালমি ও ভিভো। উভয়েরই মার্কেট শেয়ার যথাক্রমে ১৬ এবং ১৫ শতাংশ। ছবি: দিব্যা/হিন্দুস্তান টাইমস টেক (Divya / HT Tech)
3/5অন্যদিকে পাঁচ নম্বরে রয়েছে Oppo। এর বাজার শেয়ার ৯ শতাংশ। ছবি: হিন্দুস্তান টাইমস টেক (Divya / HT Tech)
4/5Xiaomi ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে ভালই আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু এর বাজার শেয়ার এক বছরে ১৩ শতাংশ কমেছে। এর মধ্যে Poco-ও অন্তর্ভুক্ত। ফাইল ছবি: এএফপি (Divya / HT Tech)
5/5অন্যদিকে স্যামসাং মাত্র ১ শতাংশ হ্রাস পেয়েছে। ছবি: অমৃতাংশু/এইচটি টেক (Divya / HT Tech)