2/9চাহালের বাগদত্তা মুম্বইয়ের বাসিন্দা এবং বহুমুখী প্রতিভা রয়েছে তাঁর।
3/9ভারতীয় ক্রকেটারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি সময় কাটান যুজবেন্দ্র চাহাল। তাঁর বাগদত্তা ধনশ্রীর সঙ্গেও সোশ্যাল মিডিয়ার ঘনিষ্ঠ যোগ রয়েছে। তিনি একজন জনপ্রিয় ইউটিউবার।
4/9২০১৪ সালে ডিওয়াই পাতিল ডেন্টাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন ধনশ্রী।
5/9ডাক্তার ও ইউটিউবার ছাড়াও ধনশ্রীর পরিচয়, তিনি একজন পেশাদার কোরিওগ্রাফার।
6/9বেড়াতে বিশেষ পছন্দ করেন। তাঁর ব্যক্তিগত একটা বাণিজ্যিক সংস্থা রয়েছে। নাচের ইনস্টিটিউটও চালান তিনি।
7/9ইউটিউবে ধনশ্রীর ফলোয়ার ১৫ লক্ষেরও বেশি। ইনস্টাগ্রামেও প্রচুর অনুরাগী চাহালের হবু বউয়ের।
8/9নিজেকে একজন পশুপ্রেমী বলে পরিচয় দেন ধনশ্রী। পোষ্যের সঙ্গে প্রায়শই ছবি দেন সোশ্যাল মিডিয়ায়।
9/9ধনশ্রীর সঙ্গে বাগদানের খবর জানানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যায় ভাসছেন তারকা ক্রিকেটার।