‘নিম ফুলের মধু’র পর এবার জি বাংলার পর্দায় আসছে শ্বেতা-হানির ‘সোহাগ জল’। ‘এই পথ যদি না শেষ হয়’ এর ‘সার্মি’র জায়গা নিচ্ছে এই জুটি।
1/6আগামী সোমবার অর্থাৎ ২৮শে নভেম্বর থেকে জি বাংলায় শুরু হচ্ছে নতুন মেগা সিরিয়াল ‘সোহাগ জল’। ‘নিম ফুলের মধু’র পর একই মাসে চ্যানেলে শুরু হচ্ছে আরও এক নতুন মেগা। ‘সোহাগ জল’-এর এন্ট্রির জেরে বড়সড় পরিবর্তন হচ্ছে চ্যানেলের সম্প্রচার সময়ে। (ছবি- জি ফাইভ)
2/6‘সোহাগ জল’-এর সঙ্গে জি বাংলার পর্দায় ফিরছেন ‘যমুনা ঢাকি’ শ্বেতা ভট্টাচার্য। এই গল্পে তাঁর চরিত্রের নাম জুঁই। অন্যদিক নায়ক শুভ্রর চরিত্রে রয়েছেন হানি বাফনা। এক অসম্পূর্ণ সম্পর্কের সমীকরণ উঠে আসবে এই গল্পে। ডিভোর্স দিয়ে শুরু এই প্রেমের গল্প।
3/6শ্বেতা-হানির ‘সোহাগ জল’-এর আগমনে কপাল পুড়ছে ‘সার্মি’ জুটির। সোমবার থেকে রাত ৯টার স্লট দখল করে নিচ্ছে এই নতুন মেগা। গত কয়েক সপ্তাহ ধরেই ‘এক্কা দোক্কা’র চেয়ে টিআরপির রেসে পিছিয়ে পড়েছে ‘এই পথ যদি না শেষ হয়’। তাই কোপ পড়ল এই মেগার উপর। (ছবি- জি ফাইভ)
4/6আপতত ৯টা থেকে আধ ঘন্টা পিছিয়ে রাত সাড়ে ৯টার স্লটে দেওয়া হয়েছে অন্বেষা-ঋত্বিকের ‘এই পথ যদি না শেষ হয়’। অর্থাৎ চলতি সপ্তাহান্তে শেষ হওয়া ‘লালকুঠি’র সময়ে দেখা যাবে এই শো। যদিও ডিসেম্বরের ৯ তারিখেই শেষ হচ্ছে ‘এই পথ যদি না শেষ হয়’-এর। নতুন বছর শুরুর আগেই বিদায় নেবে উর্মি-সাত্যকি। জায়গা নেবে স্বস্তিকা দত্তের নতুন মেগা। (জি ফাইভ)