Zomato Shares Fall Record Low: জোমাটোর প্রি-আইপিও-র বিনিয়োগকারীদের লক-ইন পিরিয়ড শেষ হয়েছে। আর তারপরেই শুরু শেয়ার বেচে দেওয়ার হিড়িক। তার জেরে রেকর্ড তলানিতে নেমে গেল ফুড-ডেলিভারি স্টার্ট আপের শেয়ার।
1/4সোমবার, সপ্তাহের প্রথম দিনে এক ধাক্কায় ১১.০৯% পড়েছে জোমাটোর শেয়ার। বর্তমানে জোমাটোর শেয়ারের দাম মাত্র ৪৭.৭০ টাকা করে। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (REUTERS)
2/4আইপিও-র সময়ে, ২৩ জুলাই ২০২১-এ শেয়ারের দাম ছিল ১২৬ টাকা করে। ছবি: গুগল ফিন্যান্স (REUTERS)
3/4গত ২৩ জুলাই প্রি-অফার ইক্যুইটি শেয়ারের লক-ইন পিরিয়ড শেষ হয়েছে। এই নিয়ম এমন সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য, যাদের কোনও প্রোমোটার হোল্ডিং নেই। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/4বাজার বিশেষজ্ঞ পুনিত পাটনির মতে, বিশ্বজুড়ে টেক সেক্টরে সেল অফের প্রভাব পড়েছে জোমাটোতেও। তাছাড়া সংস্থাটি এখন লোকসানে চলে। অদূর ভবিষ্যতে মুনাফার কোনও লক্ষণ নেই। বর্তমানে এমন অলাভজনক স্টার্টআপে সেভাবে ভরসা করছেন না বিনিয়োগকারীরা। ছবি: গুগল ফিন্যান্স (REUTERS)