Zomato ফিউচার ফাউন্ডেশন(ZFF) সমস্ত Zomato ডেলিভারি পার্টনারদের দুই সন্তানের শিক্ষা নিশ্চিত করবে।
1/5জোমাটো ফিউচার ফাউন্ডেশনে তাঁর ৭০০ কোটি টাকা কর্মচারী স্টক অপশন প্ল্যান (ESOP) অনুদান দিলেন Zomato-র সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও দীপিন্দর গোয়াল। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5'আমি এই ESOPs থেকে প্রাপ্ত সমস্ত আয় দান জোমাটো ফিউচার ফাউন্ডেশনে দান করছি,' অভ্যন্তরীণ নোটে লিখেছেন সিইও। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5Zomato ফিউচার ফাউন্ডেশন(ZFF) সমস্ত Zomato ডেলিভারি পার্টনারদের দুই সন্তানের শিক্ষা নিশ্চিত করবে। শিশু প্রতি ৫০ হাজার টাকা পর্যন্ত ধার্য। পরিষেবার গুণমান ভাল, এবং যাঁরা Zomato-র হয়ে ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন, তাঁদের জন্য এই সাহায্য। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5জোমাটো সিইও বলেন, এই টাকার অঙ্ক শিশু প্রতি বছরে ১,০০,০০০ টাকা পর্যন্ত বেড়ে যাবে, যদি ডেলিভারি পার্টনার Zomato-তে ১০ বছর পূর্ণ করেন। মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য, ৫/১০ বছরের পরিষেবার থ্রেশহোল্ড কম হবে। শিশুকন্যাদের জন্য বিশেষ প্রোগ্রামও থাকবে। কোনও ডেলিভারি পার্টনারের মেয়ে দ্বাদশ শ্রেণী বা স্নাতক পাশ করলে 'পুরস্কার অর্থ' চালু করা হবে। ZFF মেধাবী শিশুদের জন্য উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করবে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5তাছাড়া যাঁরা চাকরিতে থাকাকালীন দুর্ঘটনার মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি হবেন, তাঁদের জন্যও রয়েছে সহায়তার ব্যবস্থা। এ সকল Zomato ডেলিভারি পার্টনারদের পরিবারের শিক্ষাগত এবং জীবিকাগত সহায়তা প্রদান করা হবে। ফাইল ছবি: মিন্ট (Reuters)