বাংলা নিউজ > ময়দান > সৌদি আরবের ডাকার র‍্যালিতে দুর্ঘটনা, মারা গেলেন স্প্যানিশ মোটরসাইক্লিস্ট চার্লস ফ্যালকন

সৌদি আরবের ডাকার র‍্যালিতে দুর্ঘটনা, মারা গেলেন স্প্যানিশ মোটরসাইক্লিস্ট চার্লস ফ্যালকন

মারা গেলেন স্প্যানিশ মোটর সাইক্লিস্ট চার্লস ফ্যালকন (ছবি:REUTERS)

Spanish motorcyclist Carles Falcon dies: সৌদি আরবের ডাকার র‍্যালিতে ঘটেছে এই দুর্ঘটনা। দীর্ঘদিনের পুরনো এই মোটর সাইকেল রেস প্রতিযোগিতায় বেশ কয়েকদিন আগেই ঘটেছিল এক দুর্ভাগ্যজনক ঘটনা। যে ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন স্প্যানিশ মোটরসাইক্লিস্ট চার্লস ফ্যালকন। যা তাঁর টিমের তরফে নিশ্চিত করা হয়েছে।

শুভব্রত মুখার্জি:- পৃথিবীর অন্যতম কঠিন খেলাগুলোর মধ্যে রয়েছে ফর্মুলা ওয়ান রেসিং থেকে শুরু করে মোটরসাইকেল রেসিং। দুরন্ত গতি যেমন উপভোগ্য তেমনি ভয়ানক। বারবার নানা ভয়াবহ ঘটনা বা বলা ভালো দুর্ঘটনার সাক্ষী থেকেছে রেসিংয়ের মঞ্চ। আরও একবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে এক মোটর সাইকেল প্রতিযোগিতায়। সৌদি আরবের ডাকার র‍্যালিতে ঘটেছে এই দুর্ঘটনা। দীর্ঘদিনের পুরনো এই মোটর সাইকেল রেস প্রতিযোগিতায় বেশ কয়েকদিন আগেই ঘটেছিল এক দুর্ভাগ্যজনক ঘটনা। যে ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন স্প্যানিশ মোটরসাইক্লিস্ট চার্লস ফ্যালকন। যা সোমবার তাঁর টিমের তরফে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার পরপরেই গভীর কোমাতে চলে যান চার্লস ফ্যালকন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসাও শুরু হয়। তবে চিকিৎসায় কোনও প্রকার সাড়া দেননি তিনি। সোমবারেই প্রায় এক সপ্তাহ আগে যে ফ্যালকন মারা গিয়েছেন সেই কথাটি তাঁর টিমের তরফে নিশ্চিত করা হয়েছে। ৭ জানুয়ারি দুর্ঘটনা ঘটার পরপরেই তাঁর 'ক্লিনিকাল' মৃত্যু হয়ে গিয়েছিল। ডাক্তারদের তরফে চেষ্টা চালানো হয়েছিল। আশা করা হয়েছিল যদি কোনও ধরনের কোন মিরাকেল ঘটে। তবে সেই সব কোনও কিছুই বাস্তবে ঘটেনি। গভীর কোমাতে চলে যাওয়ার পরে আর কোনও রকম কোন সাড়া ফ্যালকনের তরফ থেকে চিকিৎসায় পাওয়া যায়নি। তাঁকে এরপর পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তারপরেই তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।

ডাকার র‍্যালিতে দ্বিতীয় রাউন্ড চলাকালীন ঘটেছিল ঘটনাটি। ৭ জানুয়ারি দ্বিতীয় রাউন্ডে লড়াই করার সময়েই গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। 'এনডিওরেন্স' ইভেন্টে এই নিয়ে দ্বিতীয়বার লড়াইতে নেমেছিলেন ফ্যালকন। যা তার কাছে একেবারেই সুখকর হল না। রেস ডিরেক্টর ডেভিড ক্যাসটেরা জানিয়েছেন দুর্ঘটনা ঘটার পরপরেই যিনি প্রথম ডাক্তার ঘটনাস্থলে এসেছিলেন তিনি ফ্যালকনের কোন পাল্স পাননি। দুর্ঘটনার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয় ফ্যালকনের। যার দ্বারা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় তাঁর স্নায়ুতন্ত্র। যেখান থেকেই কোমাতে চলে যান ফ্যালকন। এরপর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্প্যানিশ এই মোটরসাইক্লিস্ট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আজ হাওড়া-গয়া বন্দে ভারতের সূচনা! কোন স্টেশনে কখন দাঁড়াবে? রইল পুরো টাইমটেবিল ‘টালার সুস্থ ওসিকে ভরতি নেয়নি কেন? হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনের নিদান দেন মমতা প্রথম বন্দে মেট্রো চালু সোমে! কোন রুটে? লোকাল ট্রেনের মতো টিকিট, স্পিড ১১০ কিমি! ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ? ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.