বাংলা নিউজ > ময়দান > Asia Cup 2022: রশিদ খানের অবদান ছাড়াই উদ্বোধনী ম্যাচে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান

Asia Cup 2022: রশিদ খানের অবদান ছাড়াই উদ্বোধনী ম্যাচে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় আফগানিস্তানের। ছবি- এপি (AP)

দ্বীপরাষ্ট্রকে জোর ধাক্কা দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের পথে এক পা বাড়িয়ে রাখেন মদম্মদ নবিরা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল আফগানিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল স্টোডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দ্বীপরাষ্ট্রকে ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেন মহম্মদ নবিরা।

এমন অসাধারণ জয়ের পথে আফগানিস্তান নিজেদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লেতে সব থেকে বেশি রান সংগ্রহ করার রেকর্ড গড়ে।

টস জিতে শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। শ্রীলঙ্কা ১৯.৪ ওভারে মাত্র ১০৫ রান তুলে অল-আউট হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হল, রশিদ খান কোনও উইকেট না পাওয়া সত্ত্বেও শ্রীলঙ্কাকে সস্তায় গুটিয়ে দেয় আফগানিস্তান।

ভানুকা রাজাপক্ষে (৩৮), চামিকা করুণারত্নে (৩১) ও দনুষ্কা গুণতিলকে (১৭) ছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যান দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ফজলহক ফারুকি ম্যাচের প্রথম ওভারেই ২টি উইকেট তুলে নেন। তিনি শেষমেশ ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন।

আরও পড়ুন:- IND vs PAK: সূর্যকুমার নাকি রাহুল, পাকিস্তানের বিরুদ্ধে কে ওপেন করবেন? পাক সাংবাদিককে গেমপ্ল্যান জানালেন রোহিত

মুজিব উর রহমান ২৪ রানে ২টি ও মহম্মদ নবি ১৪ রানে ২টি উইকেট দখল করেন। ২৩ রানে ১ উইকেট নেন নবীন উল হক। রশিদ খান উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন। তিনি ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করেন।

পালটা ব্যাট করতে নেমে আফগানিস্তান ১০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪০ রান করে আউট হন রহমানউল্লাহ গুরবাজ। ২৮ বলে ৩৭ রান করে নট-আউট থাকেন হজরতউল্লাহ জাজাই। হাসারাঙ্গা ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ফজলহক ফারুকি।

আরও পড়ুন:- India Probable XI: হুডা নাকি কার্তিক? জায়গা হবে অশ্বিনের? দেখুন পাকিস্তান ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

আফগানিস্তান পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। এর আগে তারা কোনও টি-২০ ম্যাচের পাওয়ার প্লে-তে এত রান তুলতে পারেনি। এমনকি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেটে ২৭৮ রানের রেকর্ড ইনিংস খেলার পথেও আফগানিস্তান পাওয়ার প্লে-তে এর থেকে কম রান (৬৪) রান সংগ্রহ করেছিল।

এই জয়ের ফলে আফগানিস্তান শুধু মূল্যবান ২ পয়েন্ট সংগ্রহ করে এমনটা নয়, বরং নেট রান-রেট (+৫.১৭৬) বিস্তর বাড়িয়ে নেয়। সুতরাং, লিগের পরের ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা প্রবল আফগানিস্তানের। সেদিক থেকে শ্রীলঙ্কা নিজেদের কাজ কঠিন করে তুলল সন্দেহ নেই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন