
৭২ বছর পরে কলকাতার ইতিহাস ফিরল ব্রিসবেনে, নজির ছুঁলেন সুন্দর-নটরাজন
১ মিনিটে পড়ুন . Updated: 16 Jan 2021, 09:06 AM IST- গাব্বায় অভিষেক টেস্ট ইনিংসেই ৩টি করে উইকেট নেন টিম ইন্ডিয়ার দুই তরুণ।
ব্রিসবেনে ৭২ বছর আগের ইতিহাস ফেরালেন টি নটরাজন ও ওয়াশিংটন সুন্দর। ভারতের হয়ে গাব্বা টেস্টেই দীর্ঘতম ফর্ম্যাটে অভিষেক হয় দুই তরুণের। প্রথম ইনিংসে নটরাজন ও ওয়াশিংটন, উভয়েই তিনটি করে উইকেট নেন।
নটরাজন ও ওয়াশিংটনের আগে ভারতের হয়ে একই টেস্টে অভিষেককারী দুই বোলারের প্রথম ইনিংসে ৩টি বা তারও বেশি উইকেট নেওয়ার নজির এই প্রথম নয়। ৭২ বছর আগে এমন কৃতিত্ব দেখিয়েছিলেন মন্টু বন্দ্যোপাধ্যায় ও গুলাম আহমেদ।
১৯৪৯ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় মন্টু ও গুলামের। প্রথম ইনিংসে দুই বোলারই ৪টি করে উইকেট নেন। ডানহাতি মিডিয়াম পেসার মন্টু প্রথম ইনিংসে ১২০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। অফ-স্পিনার গুলাম নেন ৯৪ রানে ৪ উইকেট।
গাব্বার প্রথম ইনিংসে নটরাজন ৭৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর দখল করেন ৮৯ রানে ৩ উইকেট। সেদিক থেকে নটরাজনরা ৭২ বছর আগের নজির ছুঁলেন বলা চলে।
গাব্বার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৬৯ রানে অল-আউট হয়ে যায়। নটরাজন ও সুন্দর ছাড়া ভারতের হয়ে ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ১টি উইকেট মহম্মদ সিরাজের।