বাংলা নিউজ > ময়দান > IND W vs BAN W: বাংলাদেশের প্রথম সেঞ্চুরি কেউ করতে পারলে সেটা পিঙ্কিই হত, ঐতিহাসিক সিরিজ শেষে বললেন ফারজানা

IND W vs BAN W: বাংলাদেশের প্রথম সেঞ্চুরি কেউ করতে পারলে সেটা পিঙ্কিই হত, ঐতিহাসিক সিরিজ শেষে বললেন ফারজানা

ফারজানা হক। ছবি- টুইটার

বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ওডিআইতে শতরান করেন ফারজানা হক। স্বাভাবিক ভাবেই ইতিহাস গড়ে আপ্লুত বাংলাদেশের এই ব্যাটার।

শুভব্রত মুখার্জি: বাংলাদেশের সিনিয়র মহিলা দলের ইতিহাসে প্রথমবার তারা ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ড্র রাখতে সক্ষম হয়েছে। নিজেদের দেশের মাটিতে টি-২০ সিরিজ হারের পরে নিঃসন্দেহে এটা একটা বিরাট বড় প্রাপ্তি সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ওডিআই সিরিজের প্রথম ম্যাচ জিতেই সিরিজ শুরু করে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরে এসেছিল ভারত। আর তৃতীয় ম্যাচে টাই হওয়ার ফলে সিরিজ ও অমিমাংসিতভাবে শেষ হয়ে গেল। 

তৃতীয় ম্যাচে নিঃসন্দেহে বাংলাদেশ দলের তারকা তাদের ওপেনার ফারজানা হক ওরফে পিঙ্কি। এদিন অনবদ্য এক শতরানের ইনিংস খেলেন তিনি। প্রথম বাংলাদেশি মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতরান করার নজিরও গড়েছেন তিনি। পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। সিরিজ সেরা নির্বাচিত হওয়ার পর তাঁর স্পষ্ট বক্তব্য আমার সতীর্থরা বলত যদি কেউ শতরান করে তো পিঙ্কিই করবে।

সতীর্থদের সেই আস্থার প্রতি পূর্ণ মর্যাদা রেখেই তৃতীয় ওয়ানডেতে মীরপুরে ভারতের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন তিনি। ম্যাচ শেষে তিনি জানান, 'টুর্নামেন্টের শুরু থেকেই আমার মনে হয়েছিল আমি ভালো ফর্মে রয়েছি। কারণ আমার ব্যাটিংয়ে আমি ভালো ছন্দ খুঁজে পাচ্ছিলাম। আমি প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে ভালো শুরু করছিলাম। আমার সব সতীর্থরাই বলত যে কেউ যদি শতরান করে তাহলে পিঙ্কিই (ফারজানা হকের ডাকনাম) করবে। আমাদের পরিকল্পনা ছিল যদি আমি দীর্ঘক্ষণ ব্যাট করতে পারি তাহলে দল ২৩০ স্কোরের কাছাকাছি পৌঁছাতে পারে।আমার শতরানের আলাদা করে আমার কাছে গুরুত্ব নেই। দল রান করেছে,দল জিতেছে এটার আমার কাছে আলাদা গুরুত্ব রয়েছে।'

তিনি আরও যোগ করেন, 'আমি প্রতিটা বল ধরে ধরে খেলি। আমার ব্যাটিং করতে,দীর্ঘ ইনিংস খেলতে খুব ভালো লাগে। আমার কাছে আজকের ম্যাচে সেটা করার দারুন একটা সুযোগ ছিল। আমি খুব খুশি খুশি সেই সুযোগটা দুই হাতে করে নিয়েছি। আমার বন্ধুরা এবং আমার পরিবার সবসময়ে আমাকে সাহায্য করেছে।আর সেই কারণেই আজ ২২ গজে আমি এতটা ভালো ব্যাট করতে পেরেছি। তবে আমি একা নই। এই দলে আরও একাধিক ব্যাটার রয়েছেন যারা আমার থেকে অনেক ভালো। যারা দলের হয়ে আমার থেকেও বড় রান করার ক্ষমতা রাখেন।' উল্লেখ্য এদিন বাংলাদেশ প্রথমে ব্যাট করে চার উইকেটে ২২৫ রান করে।ওপেন‌ করতে নেমে ১৬০ বল খেলে ১০৭ রান করেন পিঙ্কি। তাঁর ইনিংসে হাঁকিয়েছেন ৭ টি বাউন্ডারি ও। প্রথম উইকেটে শামিমা সুলতানাকে (৫২) সঙ্গী করে তোলেন ৯৩ রান।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মহাসপ্তমী কেমন কাটবে? জানুন রাশিফল বৃহস্পতিতে ১০ জেলায় সতর্কতা জারি, কলকাতায় কখন বৃষ্টি নামবে? পরে আরও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.