শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের নবতম 'সেনসেশন' বাঁ-হতি ব্যাটার তথা অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। সদ্য শেষ হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার হিসেবে একের পর এক ভালো ইনিংস উপহার দেন। পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করেন তিনি। আর সেই পারফরম্যান্সের সুফলও পেয়েছেন। দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপের পরবর্তীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের ফর্ম্যাটেই তাঁর অভিষেক হয়। কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তিনি ভারতীয় স্কোয়াডে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সেই বিষয়েই কথা বলতে গিয়ে বেঙ্কটেশ আইয়ার জানিয়ে দিলেন, ব্যাটার এবং অলরাউন্ডার হিসেবে নিজের আরও উন্নতি সাধন করাই তাঁর লক্ষ্য।
২০২১ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে তোলার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। এক টক শো অনুষ্ঠানে আইয়ার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সব সময়েই অলরাউন্ডার হিসেবে উন্নতি করতে চেয়েছি। একজন ভালো ক্রিকেটার হিসেবেও আমি প্রতি মুহূর্তে উন্নতি করতে চেয়েছি। এর মানে শুধুমাত্র ব্যাটিং বা বোলিংয়ে উন্নতি নয়। আমি ফিল্ডিংয়ের ক্ষেত্রেও উন্নতি করতে চাই। মাঠে আমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতারও উন্নতি ঘটাতে চাই।’
তিনি আরও যোগ করেছেন, ‘অধিনায়ককে মাঝে মধ্যে পরামর্শ দেওয়া, কঠিন সময়ে কিছু সিদ্ধান্ত নেওয়া আমি সেটাই বলতে চেয়েছি। আপনি সে ক্ষেত্রে অধিনায়ক না হয়েও দলের ভালোর জন্য যোগদান করতে পারেন। স্মার্ট সিদ্ধান্ত নিতে পারেন। এটা এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে প্রত্যেকে নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে করবে। আমি মাঝেমাঝে ওপেনার হিসেবে খেলছি। কখনও ফিনিশারের ভূমিকায় খেলছি। আমি এ ভাবেই নিজেকে ফ্লেক্সিবেল রাখতে চাই। যে ভাবে আমার কাছে সুযোগ আসছে, সেটাকেই দু'হাতে আঁকড়ে ধরতে চাই।’