বাংলা নিউজ > ময়দান > দুই ইনিংসেই গোল্লায় ব্রিটিশ কিপারের হাতে ক্যাচ দিয়ে লজ্জার নজির অ্যালিসা হিলির

দুই ইনিংসেই গোল্লায় ব্রিটিশ কিপারের হাতে ক্যাচ দিয়ে লজ্জার নজির অ্যালিসা হিলির

অ্যালিসা হিলি। ছবি: গেটি ইমেজেস

মহিলা অ্যাসেজের একমাত্র টেস্টের দুই ইনিংসেই ক্যাথেরিন ব্রান্টের বলে এমি জোনসের হাতে ক্যাচ দিয়ে একই ভাবে আউট হয়েছেন অ্যালিসা হিলি।

মহিলা অ্যাসেজের একমাত্র টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়ে যান অ্যালিসা হিলি। দু'বারই তাঁর ক্যাচ ধরেন ব্রিটিশ উইকেটকিপার এমি জোনস। মহিলা বা পুরুষ যে কোনও বিভাগেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার প্রতিপক্ষের উইকেটকিপারের হাতে দুই ইনিংসেই শূন্য করে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন অন্য দলের উইকেটরক্ষক। 

অজি উইকেটকিপার অ্যালিসা হিলি সে দিক থেকে লজ্জার নজিরই গড়ে ফেললেন। কারণ এর আগে কখনও-ই এক দলের কিপার দুই ইনিংসেই শূন্য করে দু'বারই অন্য দলের কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, এমন ঘটনা ঘটেনি। মজার বিষয় হল, দুই ইনিংসেই ক্যাথেরিন ব্রান্টের বলেই এমি জোনসের হাতে ক্যাচ দিয়ে একই ভাবে আউট হয়েছেন অ্যালিসা হিলি।

হিলি  ফ্লপও হলেও অস্ট্রেলিয়া খুব খারাপ জায়গায় নেই। তৃতীয় দিনের শেষে ৫২ রানে এগিয়ে রয়েছেন অজি মেয়েরা। অ্যাসেজের একমাত্র টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৩৭ রান করে ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ব্যাট করতে নেমে ২৯৭ রানেই অল আউট হয়ে যায়। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের ছিল ৮ উইকেটে ২৩৫ রান। সেখান থেকে ইংল্যান্ড ২৯৭ রান করে তৃতীয় দিনে। ব্রিটিশ অধিনায়ক হেথার নাইট ১৬৮ রান করে অপরাজিত থাকেন। 

অজিরা অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে ২ উইকেট হারিয়ে বসে থাকে। স্বাভাবিক ভাবেই ২ উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে যায় তারা। তবে এর পরেই শুরু হয় বৃষ্টি। এতে কিছুটা স্বস্তি পায় অস্ট্রেলিয়া। আর তৃতীয় দিনের বাকি খেলা এই বৃষ্টির জেরে ভেস্তে যায়।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘সন্ত্রাসবাদীকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল’, পুলিশের গাড়ি গুঁড়িয়ে দিল জনতা অলিম্পিকের ব্যর্থতা পিছনে ফেলে রাজনৈতিক আখড়ায় দুর্দান্ত ফল ভিনেশের, জয় কত ভোটে? 'অনুরোধ আপনাদের কাছে…' সিংঘম এগেইনের ট্রেলার মুক্তি পেতেই অক্ষয় কেন এমন বললেন? Eye Care Tips: এই অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় কার্যকারিতা দেখাতে পারে মেয়োনিজ, বলছে গবেষণা মহম্মদ ইউনুসের ‌মন্তব্যের তুমুল সমালোচনার জের, বরখাস্ত বাংলাদেশের ম্যাজিস্ট্রেট চাঁদের গৃহে মঙ্গলের প্রবেশ, ৪ রাশির জন্য আলোর উৎসব দীপাবলি আনবে সমৃদ্ধির জোয়ার ইঙ্গিত দিয়েছিলেন আগেই, দুই থেকে তিন হচ্ছেন, খুশির খবর জানালেন অক্ষর প্যাটেল চাকরি ছাড়েননি, শুধু ডিউটি করবেন না, ‘গণইস্তফা’ আরজি করের সিনিয়র ডাক্তারদের! ২৭ বছর পরে এমন সাফল্য, মুম্বইয়ের রাস্তায় ট্রফি হাতে রাহানে-সরফরাজদের উত্তাল নাচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.