দীর্ঘ পাঁচ বছর পরে কোর্টে নামলেন রাফায়েল নাদালের বিরুদ্ধে। সেমিফাইনালে নাদালের আগ্রাসন থামিয়ে অ্যান্ডি মারে বুঝিয়ে দিলেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা মারে চোট সারিয়ে কোর্টে ফেরা রাফায়েল নাদালের কামব্যাক ইভেন্টকে মাটি করলেন তাঁকে স্ট্রেট সেটে হারিয়ে।
আবু ধাবিতে ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টুর্নামেন্টের সেমিফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারে ৬-৩, ৭-৫ সেটে পরাজিত করেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে এবং খেতাবি লড়াইয়ের টিকিট নিশ্চিত করেন। ফাইনালে মারে মুখোমুখি হবেন রাশিয়ার আন্দ্রে রুবলেভের, যিনি অপর সেমিফাইনালে ৭-৬ (৫), ৩-৬, ৬-৪ সেটে হারিয়ে দেন কানাডার ডেনিশ শাপোভালোভকে।
নাদালের বিরুদ্ধে শেষ পাঁচ বছরে কোনও প্রতিযোগিতামূলক ইভেন্টে কোর্টে নামা হয়নি মারের। শেষবার দুই তারকা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন ২০১৬ সালে মাদ্রিদ ওপেনে। নাদালকে সেবার তাঁর ঘরের কোর্টে ৭-৫, ৬-৪ সেটে হারিয়েছিলেন মারে। সুতরাং, এবার আবু ধাবিতে ফের রাফাকে হারিয়ে মারে প্রমাণ করলন, পাঁচ বছরের ব্যবধানে বদলায়নি কিছুই।
যদিও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে মারের বিরুদ্ধে একতরফা এগিয়ে নাদালই। কেননা প্রতিযোগিতামূলক ইভেন্টে নাদাল মোট ১৭ বার হারিয়েছেন অ্যান্ডিকে। মারে জিতেছেন মোটে ৭টি ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।