এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টের জন্য স্কোয়াড অপরিবর্তিত রাখল ইংল্যান্ড। তাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর উপরেই ম্যাঞ্চেস্টার টেস্টে আস্থা রাখল তারা।
হেডিংলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন উইকেটে জয়ের ফলে ইংল্যান্ড অ্যাশেজ সিরিজে ২-১ ব্যবধান কমিয়ে এনেছে। তবে বেয়ারস্টো হেডিংলে-তে একেবারেই ছন্দে ছিলেন না। তিনি হেডিংলে-তে যথাক্রমে ১২ এবং ৫ রান করেন। পাশাপাশি স্টাম্পের পিছনে কিছু ক্যাচও মিস করেন।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে অবশ্য বেয়ারস্টো ৭৮ বলে ৭৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ২০ রান। লর্ডসে দুই ইনিংসে যথাক্রমে ১৬ এবং ১০ রান করেন। শেষ ছয় ইনিংসে তাঁর গড় ২৩.৫০। গত গ্রীষ্মের তুলনায় এবার নিজের ফর্মের ধারেকাছে নেই তিনি। গত গ্রীষ্মে ৭৫.৬৬ গড়ে ৬৮১ রান করেছিলেন।
আরও পড়ুন: ইডেনে বিশ্বকাপের ৫ ম্যাচের টিকিটের দাম আলাদা আলাদা, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে তো?
বেয়ারস্টোকে ১৪ সদস্যের দলে রাখা এবং বেন ফোকসকে না ডাকার সিদ্ধান্ত অধিনায়ক বেন স্টোকস এবং প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালামেরই ছিল। মূলত গত গ্রীষ্মে বেয়ারস্টোর পারফরম্যান্স মাথায় রেখেই তাঁকে খেলানো হচ্ছে। বেয়ারস্টো বাঁ-পায়ের গুরুতর চোট পেয়ে আট মাসের জন্য ছিটকে গেলে বেন ফোকসই খেলছিলেন। কিন্তু বেয়ারস্টো ফিরতেই ফোকস বাদ পড়েন।
হেডিংলেতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস চলাকালীন অলি রবিনসনের পিঠের খিঁচ লেগেছিল। তিনি সেটা কাটিয়ে উঠতে পারবেন কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা চলছিল। তবে তাঁকে ১৪ জনের দলে রাখা হয়েছে। তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল জেমস অ্যান্ডারসনকে। এই টেস্টে একাদশে ফিরবেন কিনা, তা নিয়ে রয়েছে জল্পনা। ২০২৩ সালের প্রথম রেড-বল ম্যাচেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হন মার্ক উড। লিডসের পর ম্যাঞ্চেস্টারে একাদশে তাঁর জায়গা ধরে রাখতে পারবেন কিনা, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: ফিল্ডিংয়ে আরও ক্ষিপ্র হতে নয়া ড্রিলে মাতলেন কোহলিরা, অনুশীলন দেখে মজা পাবেন আপনিও- ভিডিয়ো
হ্যারি ব্রুক হেডিংলেতে নজর কাড়েন। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে সফল ভাবে ২৫১ রান তাড়া করে জেতে ইংল্যান্ড। আর সেই রান তাড়ার সময়ে পাঁচে নেমে ব্রুকের গুরুত্বপূর্ণ ৭৫ রান দলকে ম্যাচ জিততে সাহায্য করে। চতুর্থ ইনিংসে তিনে ব্যাট করেছিলেন মইন। প্রথম ইনিংসে উল্টোটা হয়েছিল। সে ক্ষেত্রে হয়তো দেখা যাবে ব্রুক পাঁচেই ব্যাট করছেন। আর মইন আলি হয়তো তিনে ব্যাট করবেন।
চতুর্থ পুরুষদের অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জোনাথন বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি রবিনসন, জো রুট, জশ টাঙ্গ, ক্রিস ওকস, মার্ক উড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।