শুভব্রত মুখার্জি: ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন ভারতীয় কুস্তিগীররা। শেষ পর্যন্ত ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে পুলিশি চার্জশিট ও গঠন হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন পথে থাকতে হয়েছে ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের। অনুশীলন থেকে শুরু করে শরীরচর্চা সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে এই কুস্তিগীরদের। এমন আবহেই আসন্ন এশিয়ান গেমসের জন্য এই কুস্তিগীরদের বিনা ট্রায়ালেই জায়গা দেওয়া হয়েছে ভারতীয় দলে! যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
মঙ্গলবারেই এশিয়ান গেমসের ভারতীয় কুস্তি দলে জায়গা করে নিয়েছেন দুই প্রতিবাদী কুস্তিগির বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাট। ভারতীয় রেসলিং ফেডারেশনের বিশেষ (অ্যাডহক) কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ভিনেশ ফোগাট এবং বজরংকে এই দলে প্রবেশের জন্য কোন ট্রায়ালে অংশ নিতে হয়নি। তাঁরা সরাসরি সুযোগ পেয়েছেন। তবে বাকি কুস্তিগীরদের ট্রায়ালে অংশ নিতে হবে। অ্যাডহক কমিটির এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। কুস্তিগীরদের একটি অংশের তরফে আনা হয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। তাদের মতে এই রকম সিদ্ধান্ত নেওয়া মানেই তা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। অভিযোগ, জাতীয় কোচদের সঙ্গে কোনও আলোচনা না করেই একক ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাডহক কমিটি। একটি বিবৃতিতে অ্যাডহক কমিটি জানিয়েছে, ভারতীয় কুস্তি সংস্থার নিয়ম মেনে এশিয়ান গেমসের পুরুষদের ৬৫ কেজি ও মহিলাদের ৫৩ কেজি বিভাগে দুই কুস্তিগীরকে জাতীয় দলে নির্বাচন করা হয়েছে।
পাশাপাশি তারা জানিয়ে দিয়েছে যে এই বিভাগে ট্রায়াল হবে। ট্রায়ালে যাঁরা জিতবেন তাঁরা স্ট্যান্ড বাই হিসাবে থাকবেন। কোন দুই কুস্তিগীরকে নির্বাচন করা হয়েছে তাদের নাম বিবৃতিতে জানানো হয়নি। কমিটির অন্যতম সদস্য অশোক গর্গ সংবাদ সংস্থা পিটিআইকে এই দুই কুস্তিগীরের নাম বজরং ও ভিনেশ বলেই নিশ্চিত করেছেন। ২২ এবং ২৩ জুলাই দিল্লিতে এশিয়ান গেমসের জন্য কুস্তির ট্রায়াল অনুষ্ঠিত হবে। তার ঠিক চারদিন আগে দুই কুস্তিগীরের নাম নিশ্চিত করেছে কমিটি। ফলে প্রশ্ন উঠেছে, কেন দুজনকে আলাদা করে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে? বাকিদের ট্রায়ালে অংশ নিতে হবে, সেখানে কোন আইনে সরাসরি খেলবেন বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাট অনেকেই সেই প্রশ্ন তুলেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।