বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > Asia Games: ১৩ বছরের অপেক্ষার অবসান, গ্রিকো-রোমান কুস্তিতে ভারতকে ফের পদক এনে দিলেন সুনীল কুমার

Asia Games: ১৩ বছরের অপেক্ষার অবসান, গ্রিকো-রোমান কুস্তিতে ভারতকে ফের পদক এনে দিলেন সুনীল কুমার

সুনীল কুমার।

২০১০ এশিয়ান গেমসে ৬০ কেজি গ্রিকো-রোমান বিভাগে রবিন্দর সিং এবং ৬৬ কেজিতে সুনীল কুমার রানা ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তার পর ১৩ বছরের খরা। এবার ফের খরা কাটালেন সুনীল কুমারই। ৮৭ কেজি বিভাগে পদক জিতলেন ব্রোঞ্জ পদক।

শুভব্রত মুখার্জি: দীর্ঘ ১৩ বছর ভারতকে অপেক্ষা করতে হল এশিয়ান গেমসের মঞ্চে গ্রিকো-রোমান কুস্তিতে পদক জয় নিশ্চিত করতে। এক দশকেরও বেশি সময় অপেক্ষা করার পরে সেই অপেক্ষার প্রহর শেষ হল বুধবারে হ্য়াংঝু এশিয়ান গেমসে। এই বিভাগে ভারতের পদক খরা কাটালেন কুস্তিগীর সুনীল কুমার। ৮৭ কেজি বিভাগে পদক জিতলেন তিনি। ভারতের হয়ে এদিন ব্রোঞ্জ পদক জিতেছেন সুনীল। শেষ কয়েক সপ্তাহে কঠোর পরিশ্রমের পাশাপাশি দীর্ঘক্ষণ অনুশীলনও করেছেন তিনি। আর তার ফল তিনি পেয়েছেন চলতি গেমসে।

আরও পড়ুন: কমপাউন্ড তিরন্দাজিতে যেন পদকের বৃষ্টি, মেয়েদের পর দেশকে সোনা দিলেন দেওতলে-অভিষেক-প্রথমেশরাও

শেষ কয়েক সপ্তাহ তিনি গ্রাউন্ড পজিশন অর্থাৎ মাটিতে থাকা অবস্থায় তাঁর ডিফেন্সের বিষয়টি নিয়ে অনুশীলন করছিলেন। আর সেই অনুশীলন তাঁকে দুর্দান্ত ফল দিল এশিয়ান গেমসের কুস্তির ম্যাটে। এদিন ৮৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। বুধবারেই তাঁর সতীর্থ তিন ভারতীয় কুস্তিগীর ছিটকে গিয়েছেন প্রতিযোগিতা থেকে। আর সেই দিনেই ভারতের গ্রিকো-রোমান কুস্তিতে পদকের খরা কাটিয়েছেন তিনি। কিরগিজস্তানের আতাবেন আজিসবেকভের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেছেন তিনি। অত‌্যন্ত ভালো একটি টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক বাউট লড়েছেন তিনি।

আরও পড়ুন: আমার দেখা অন্যতম সেরা ম্যাচ- সেমিতে উঠে পদক নিশ্চিত করে ইতিহাস প্রণয়ের,ছাত্রকে জড়িয়ে কেঁদে ফেললেন গোপীচাঁদ

কুস্তির রিং-এ 'পার তেরে' পজিশনে অর্থাৎ গ্রাউন্ড পজিশনে বেশ ভালো ডিফেন্ড করেন তিনি। ওই গ্রাউন্ড পজিশনে ডিফেন্স করে বিপক্ষকে পয়েন্ট নিতে দেননি। শেষ পর্যন্ত ২-১ পয়েন্টে জয় নিশ্চিত করেন তিনি। লড়াইয়ের সময়ে রিং-এ ডানদিকে গোল গোল করে ঘুরতে থাকেন তিনি। যাতে করে আজিসবেকভ তাঁকে মাটি থেকে তুলতে না পারেন। এদিন ম্যাচে ভারতীয় দল দু দুটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। দুই ক্ষেত্রেই সফলতা পায় ভারতীয় দল। কারণ সুনীলকে ম্যাটের বাইরে ফেলতে আজিসবেকভ সমর্থ হলেও 'পুশ আউট মুভে'র নিয়ন্ত্রণে ছিলেন না। উল্লেখ্য ২০১০ এশিয়ান গেমসে ৬০ কেজি গ্রিকো-রোমান বিভাগে রবিন্দর সিং এবং ৬৬ কেজিতে সুনীল কুমার রানা ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আমাদের ন্যায়বিচার ছিনিয়ে নিতে হবে’ মিছিল থেকে বার্তা নির্যাতিতার বাবার শামির গুরুমন্ত্রে সাফল্য, জাতীয় দলে সুযোগ পেয়ে জানালেন আকাশদীপ ‘‌উই ডিমান্ড জাস্টিস’‌, মার্কিন বিচারপতির পর্যবেক্ষণ উল্লেখ করে সুখেন্দুর পোস্ট শুরু হল সুপার লিগ কেরালা, জৌলুশে হার মানবে আইএসএল এবং কলকাতা লিগ দীপিকার মা হওয়ার মাঝেই ‘সিংঘম এগেইন’-এর ক্লাইম্যাক্সে বড় বদল আনলেন রোহিত উরুতে রুদ্র বীণার ট্যাটু বিতর্কে মুখ খুললেন নিকিতিন ধীর! 'জানি না কতদিন বাঁচবে,তাই কাকিমাকেই উৎসর্গ করছি'!US ওপেন জিতেও মন খারাপ সিনারের… ১৮তম স্থানে প্যারিস প্যারালিম্পিক্স শেষ করল ভারত, কত নম্বরে পাকিস্তান? নৈহাটির প্রাক্তনীদের মিছিলে ঠিক কি হয়েছিল? শিউরে ওঠার মত পোস্ট প্রত্যক্ষদর্শীর ‘‌ওবামা–কমলার সঙ্গে দেখা করার খবর ভুল’‌, আমেরিকা সফরের আগে জবাব শিবকুমারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.