আগামী ৭ মে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। আর তার ৪৮ ঘণ্টা আগে বিস্ফোরক খবর ফাঁস করে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কদিন আগেই দলের সঙ্গে মনোমালিন্য হয়েছিল কুণালের। তাতে শোকজ চিঠি পেয়েছিলেন এই নেতা। দলের বিরুদ্ধে তার জেরে গর্জে উঠেছিলেন। এখন সব মিটে গিয়েছে। তাই আবার ফুল–ফর্মে খেললেন তিনি। স্বমহিমায় কুণাল ঘোষের উপস্থিতি দেখা গেল এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি বিপুল পরিমাণ বিজেপি নেতার পদত্যাগের তালিকা ফাঁস করে দিয়েছেন। তাও আবার তমলুক লোকসভা কেন্দ্রের। এই নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য– রাজনীতিতে।
এমনিতেই সন্দেশখালির স্টিং অপারেশন প্রকাশ্যে আসায় বেকায়দায় পড়েছে বিজেপি রাজ্য নেতারা। এই নিয়ে রীতিমতো মুখে কুলুপ এঁটেছেন সকলে। সেখানে বিপুল সংখ্যক বিজেপি নেতার পদত্যাগ ভাবিয়ে তুলেছে বিজেপির জেলা নেতৃত্বকে। কারণ কুণাল ঘোষ যে চিঠি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে ৬৭ জন বিজেপি নেতা এক সঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তমলুক সাংগঠনিক জেলার এমন হাল প্রকাশ্যে আসায় বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছেন। প্রদীপের নীচে যে অন্ধকার সেটা ভালই টের পাচ্ছেন বিজেপি নেতারা। আর কুণাল ঘোষ নাম–সহ ওই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।
এদিকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে এমন হাল হলে নির্বাচনে জেতা কার্যত কঠিন হয়ে পড়বে। দলের নেতা–কর্মীরাই যদি বসে যান তাহলে মাঠে নেমে লড়াই কে করবেন? উঠছে প্রশ্ন। এই চিঠি সঠিক না ভুয়ো তা এখনও বিজেপির পক্ষ থেকে জানানো হয়নি। যদি সত্যি হয় তাহলে এই আসনটি বিজেপির হাত থেকে বেরিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ওই চিঠিতে পরিষ্কার করে ৬৭ জনের নাম জ্বলজ্বল করছে।
আরও পড়ুন: কংগ্রেস নেতার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারে আলোড়ন, দু’দিন ধরে নিখোঁজ ছিলেন তামিলনাড়ুর নেতা
অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে কাঁথি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে অনুগামীরা বলে থাকেন। সেখানে একসঙ্গে ৬৭ জন বিজেপি নেতার পদত্যাগ নিঃসন্দেহে ভোটের আগে তাৎপর্যপূর্ণ। কুণাল ঘোষ এই চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘তমলুক সাংগঠনিক জেলার প্রায় ৬৭ জন বিজেপির নেতা পদত্যাগ পত্র জমা দিয়েছেন জেলা কমিটির কাছে। চিঠিটি সঠিক হলে তো এটা শুভেন্দুর প্রতি আদি বিজেপির উপহার।’ এমন খোঁচা খেয়েও এখন ‘স্পিকটি নট’ করে রয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।