বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ‘‌একসঙ্গে ৬৭ জন বিজেপির নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন’‌, আবার বিস্ফোরক কুণাল ঘোষ

‘‌একসঙ্গে ৬৭ জন বিজেপির নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন’‌, আবার বিস্ফোরক কুণাল ঘোষ

কুণাল ঘোষ। (ছবি সৌজন্যে AITC)

সেখানে এমন হাল হলে নির্বাচনে জেতা কার্যত কঠিন হয়ে পড়বে। দলের নেতা–কর্মীরাই যদি বসে যান তাহলে মাঠে নেমে লড়াই কে করবেন?‌ উঠছে প্রশ্ন। এই চিঠি সঠিক না ভুয়ো তা এখনও বিজেপির পক্ষ থেকে জানানো হয়নি। যদি সত্যি হয় তাহলে এই আসনটি বিজেপির হাত থেকে বেরিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আগামী ৭ মে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। আর তার ৪৮ ঘণ্টা আগে বিস্ফোরক খবর ফাঁস করে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কদিন আগেই দলের সঙ্গে মনোমালিন্য হয়েছিল কুণালের। তাতে শোকজ চিঠি পেয়েছিলেন এই নেতা। দলের বিরুদ্ধে তার জেরে গর্জে উঠেছিলেন। এখন সব মিটে গিয়েছে। তাই আবার ফুল–ফর্মে খেললেন তিনি। স্বমহিমায় কুণাল ঘোষের উপস্থিতি দেখা গেল এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি বিপুল পরিমাণ বিজেপি নেতার পদত্যাগের তালিকা ফাঁস করে দিয়েছেন। তাও আবার তমলুক লোকসভা কেন্দ্রের। এই নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য– রাজনীতিতে।

এমনিতেই সন্দেশখালির স্টিং অপারেশন প্রকাশ্যে আসায় বেকায়দায় পড়েছে বিজেপি রাজ্য নেতারা। এই নিয়ে রীতিমতো মুখে কুলুপ এঁটেছেন সকলে। সেখানে বিপুল সংখ্যক বিজেপি নেতার পদত্যাগ ভাবিয়ে তুলেছে বিজেপির জেলা নেতৃত্বকে। কারণ কুণাল ঘোষ যে চিঠি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে ৬৭ জন বিজেপি নেতা এক সঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তমলুক সাংগঠনিক জেলার এমন হাল প্রকাশ্যে আসায় বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছেন। প্রদীপের নীচে যে অন্ধকার সেটা ভালই টের পাচ্ছেন বিজেপি নেতারা। আর কুণাল ঘোষ নাম–সহ ওই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

 

এদিকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে এমন হাল হলে নির্বাচনে জেতা কার্যত কঠিন হয়ে পড়বে। দলের নেতা–কর্মীরাই যদি বসে যান তাহলে মাঠে নেমে লড়াই কে করবেন?‌ উঠছে প্রশ্ন। এই চিঠি সঠিক না ভুয়ো তা এখনও বিজেপির পক্ষ থেকে জানানো হয়নি। যদি সত্যি হয় তাহলে এই আসনটি বিজেপির হাত থেকে বেরিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ওই চিঠিতে পরিষ্কার করে ৬৭ জনের নাম জ্বলজ্বল করছে।

আরও পড়ুন:‌ কংগ্রেস নেতার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারে আলোড়ন, দু’‌দিন ধরে নিখোঁজ ছিলেন তামিলনাড়ুর নেতা

অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে কাঁথি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে অনুগামীরা বলে থাকেন। সেখানে একসঙ্গে ৬৭ জন বিজেপি নেতার পদত্যাগ নিঃসন্দেহে ভোটের আগে তাৎপর্যপূর্ণ। কুণাল ঘোষ এই চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘‌তমলুক সাংগঠনিক জেলার প্রায় ৬৭ জন বিজেপির নেতা পদত্যাগ পত্র জমা দিয়েছেন জেলা কমিটির কাছে। চিঠিটি সঠিক হলে তো এটা শুভেন্দুর প্রতি আদি বিজেপির উপহার।’‌ এমন খোঁচা খেয়েও এখন ‘‌স্পিকটি নট’‌ করে রয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

কাশ্মীরের বাশোলিতে কুপোকাত কংগ্রেসের লাল সিং, কাঠুয়া ধর্ষণ কাণ্ডের ছায়া ইভিএমে! ‘আমার বদনাম আছে… কাঁদিয়ে ছাড়বো, ওঁরা বুঝতে পারছেনা…’ CCTV ফুটেজ পোস্ট অরিত্রর CPL 2024 চ্যাম্পিয়ন হয়ে মেসি-রোহিতকে কপি করলেন লুসিয়া কিংসের অধিনায়ক ডু প্লেসি ‘বুড়ির লজ্জা নেই’! কাটছে না আরজি করের রেশ, পুজোর ফোটোশ্যুটে ট্রোলে ঋতুপর্ণা ৫ মিনিট দাঁড়ালেই হচ্ছে কষ্ট, যন্ত্রণা সত্ত্বেও হিনা খানের হাসি মুখ দেখে অবাক সকল ‘সন্ত্রাসবাদীকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল’, পুলিশের গাড়ি গুঁড়িয়ে দিল জনতা অলিম্পিকের ব্যর্থতা পিছনে ফেলে রাজনৈতিক আখড়ায় দুর্দান্ত ফল ভিনেশের, জয় কত ভোটে? 'অনুরোধ আপনাদের কাছে…' সিংঘম এগেইনের ট্রেলার মুক্তি পেতেই অক্ষয় কেন এমন বললেন? Eye Care Tips: এই অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় কার্যকারিতা দেখাতে পারে মেয়োনিজ, বলছে গবেষণা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.