প্রকাশ্যে এসেছে ‘পুষ্পা-২’-এর গান। বাঙালি দর্শকদের মধ্যে এনিয়ে উত্তেজনা তুঙ্গে। স্বাধীনতা দিবসে একাধিক ভাষায় মুক্তি পাবে পুষ্পা-২। আর তাতে তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়ালম ভাষার পাশাপাশি রয়েছে বাংলাও। আর তাই এই ছবি নিয়ে বাঙালিদের বাড়তি আগ্রহ থাকবে বৈকি।
পুষ্পা ২ ছবিটির টাইটেল ট্র্যাক বাংলায় ভাষায় গেয়েছেন তিমির বিশ্বাস। আর গানটির লিরিক্স লিখেছেন শ্রীজাত। তবে এদের সঙ্গে জুড়ে রয়েছেন আরও এক বাঙালি। যিনি কিনা গানের মধ্যে আল্লু অর্জুনের জন্য গলা দিয়েছেন। কিন্তু কে তিনি? জানা যাচ্ছে, তিনি একজন বাঙালি অভিনেতা। ইনি হলেন অভিনেতা গম্ভীরা ভট্টাচার্য।

গম্ভীরা মূলত থিয়েটার অভিনেতা। সম্প্রতি ব্রাত্য বসুর ছবিতে 'জুনিয়র হুব্বা' হিসাবে তাঁকে চিনেছে সিনেপ্রেমী দর্শক। আর তিনিই এবার 'পুষ্পা'-২র টাইটেল ট্র্যাকে আল্লু অর্জুনের জন্য গলা দিয়েছেন।
প্রসঙ্গত, তিনদিন আগেই পুষ্পা-২-এর পোস্টার শেয়ার করে গম্ভীরা লিখেছিলেন, অল্লু অর্জুন কে সাথ হাম ভি জুর গেয়া। পুষ্পা 2 comming soon। এরপরই আমাদের তরফে অভিনেতা গম্ভীরার সঙ্গে যোগাযোগ করা হয়।
এখবর নিশ্চিত করতে Hindustan Times Bangla-র তরফে সরাসরি যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। প্রশ্নটা শুনতেই, গম্ভীরা বলেন, ‘হ্য়াঁ টাইটেল ট্র্যাকে আমিই আল্লু অর্জুনের জন্য গলা দিয়েছি (ডাবিং করেছি)। এই খবরটা সত্যি। আমার সঙ্গে কলকাতার জেনেসিস প্রোডাকশনের তরফে যোগাযোগ করা হয়। ওখানেই গানের রেকর্ডিংটা হয়েছে। ওঁরা আমাকে ভয়েস স্যাম্পেল চেয়েছিল, পরে সেই ভয়েসটা গানের জন্য রেকর্ড করা হয়।’
তাহলে কি পুষ্পা-২-এর বাংলা ভার্সানে আপনিই কি আল্লু অর্জুনের জন্য ডাবিং করবেন? এপ্রশ্নে গম্ভীরা জানান, ‘এই বিষয়টা এখনও নিশ্চিত নই। আমাকে এখনও নির্মাতাদের কাছ থেকে এমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি। তবে যদি পাই, তখন নিশ্চয় সেটা জানাব। সেটা আমার কাছেও একটা বড় পাওনা হবে।’
প্রসঙ্গত যখন 'পুষ্পা রাজ' গানটি চলে, সেখানে একটা জায়গায় আল্লু অর্জুনকে নাচতে নাচতে ফোন তুলে কথা বলতে দেখা যায়, আল্লু অর্জুন ফোনে রোয়াব নিয়ে বলেন, ‘এই লাইনে থাক’। পরে ফের বলেন, ‘হ্যাঁ বল…’। শেষে আল্লু অর্জুনকে বলতে শোনা যায়, ‘একদম নীচু হব না শালা…’। গম্ভীরা ভট্টাচার্য জানান, গানের মাঝে আল্লু অর্জুনের এই কথাগুলি আসলে তাঁরই ভয়েস।