বাংলা নিউজ > বায়োস্কোপ > SaReGaMaPa: ৫ এপিসোডের জন্য ‘ঘুষ লাগবে’ ২ লাখ! সারেগামাপা নিয়ে উঠল নতুন দুর্নীতির অভিযোগ

SaReGaMaPa: ৫ এপিসোডের জন্য ‘ঘুষ লাগবে’ ২ লাখ! সারেগামাপা নিয়ে উঠল নতুন দুর্নীতির অভিযোগ

২ লাখ টাকা চাওয়ার অভিযোগ সারেগামাপা-র বিরুদ্ধে।

এখনও শুরু হতে পারেনি জি বাংলা সারেগামাপা লেজেন্ডস। তার আগেই জড়াল বড় বিতর্কে। এক তরুণের অভিযোগ, ৫ এপিসোডের জন্য ২ লাখ চাওয়া হয়েছে তাঁর কাছে। 

রবিবার ৫ মে শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি। আর তারপরই শুরু হবে সারেগামাপা লেজেন্ডস। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অডিশন। কলকাতা থেকে শিলিগুড়ি, সংগীতের গুণীরা ইতিমধ্যেই এই মিউজিক রিয়েলিটি শো-তে যোগ দিতে সামিল হয়েছেন।

তবে এবার সিজন শুরু হওয়ার আগে থেকেই বিতর্ক। কদিন আগেই এক প্রতিযোগী অভিযোগ আনেন সারেগামাপা-র গায়ক বর্তমান বিচারক গৌরব সরকারের বিরুদ্ধে। তাঁর দাবি ছিল, তিনি যখন গানের অডিশন দিচ্ছিলেন, তখন গৌরব তা না শুনে বসে বসে অন্য কারও সঙ্গে গল্প আর হাসাহাসি করছিল। এবার তো আরেক ব্যক্তি দাবি করে বসলেন, তাঁর কাছে চাওয়া হয়েছে টাকা।

ফেসবুকে সেই ব্যক্তির নাম সুপ্রিয়। তিনি লেখেন, ‘সারেগামাপা-র ৫টি এপিসোডের জন্য আমার কাছে ২ লাখ টাকা দাবি করা হয়’। কৃষ্ণনগরের ছেলে সুপ্রিয়। সেখানে শক্তিনগর হাই স্কুলে লেখাপড়া। তারপর দ্বিজেন্দ্রলাল কলেজ। মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন যে দেখেন, তা বলছে সোশ্যাল মিডিয়া। সেখানে গান গাওয়ার একাধিক ভিডিয়োই দিয়েছেন তিনি।

সুপ্রিয় সারেগামাপা-র নামে মারাত্মক অভিযোগ তুলে লিখলেন, ‘আমি কিছু বলতে চাই সবাইকে, সারেগামাপা- এই টিভি শোটা নিয়ে অনেকের অনেক রকম ভরসা-আশা থাকে। অনেকেই অনেক দূর থেকে এই শোতে অডিশন দিতে আসে মনে একটা আশা নিয়ে। কিন্তু তারা এটা জানে না এই ঝাঁ চকচকে পর্দার পেছনের জঘন্য সত্যটা। হ্যাঁ ঠিকই দেখছো তোমরা, 2nd রাউন্ড-এর অডিশন দেওয়ার পর আজ সন্ধায় আমার ফোনে ফোন আসে, এবং আমার কাছ থেকে ২ লাখ টাকার ডিমান্ড করা হয়, সারেগামাপা-র পরবর্তী ৫টা এপিসোড এর বিনিময়ে।’

আরও পড়ুন: ‘ইশক মুঝে ভি…’! ৮ মাসের মেয়ের মৃত্যু, কবে আসবে কাবো-পূজার দ্বিতীয় সন্তান?

‘আমি অবাক হয়েছিলাম, খারাপ ও লেগেছিলো, কারণ এতদিন ধরে যেটা চোখের সামনে টিভি তে দেখে এসেছি , তা সবটাই সাজানো আর টাকার বিনিময়। আমি তাদেরকে না করে দেই। কারণ এই পরিমাণ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম , বিশ্বাস উঠে গেলো এইসব জিনিসের ওপর থেকে।’, আরও লেখেন সুপ্রিয়।

আরও পড়ুন: তৃতীয়বার বিয়ে ধর্মেন্দ্রর! বাবার বিয়েতে না থাকা নিয়ে মুখ খুললেন সানি-ববি দেওল

পোস্টটি নিমেষে ভাইরাল হয়। দেখা যায়, নেটিজেনদের বড় একটা অংশ সুপ্রিয়র পক্ষ নিয়েছেন। তাঁদেরদাবি, সারেগামাপা লেজেন্ডকে বয়কট করা উচিত। যেভাবে সেখানে দুর্নীতির অভিযোগ উঠছে, ঘুষ চাওয়ার অভিযোগ উঠছে, এমন অবস্থায় এই শো আগে থেকেই ফিক্সড, সেই ব্যাপারে তাঁরা নিশ্চিত! তবে আরেকাংশ আবার মনে করেন, শুধু একটু জনপ্রিয়তা পেতে এমন দাবি করেছেন সুপ্রিয় নামে প্রোফাইল করা সেই ব্যক্তি। এত জনপ্রিয় একটা রিয়েলিটি শো-এর নাম নিয়ে নিজেকে জনপ্রিয় করার পরিকল্পনা। অনেকেই প্রমাণও চেয়েছেন সুপ্রিয়র কাছে।

আরও পড়ুন: এবার টলিউড দেখবে জোড়া বিয়ে! এক সিরিয়ালের চার অভিনেতা একসঙ্গে যাচ্ছে ছাদনাতলায়

এরপর অবশ্য কটাক্ষ বাড়তে একটি লাইভ করেন সুপ্রিয়। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি এপ্রিলের ২০ তারিখ বহরমপুরে অডিশন দেই। সিলেক্ট হই। ২৫ তারিখ আমাকে সেকেন্ড রাউন্ডের জন্য ডাকেন ডিডিআর স্টুডিয়োতে। বিচারকরা আমার গান পছন্দ করেন। প্রশংসা করেন। শোনেনও তাঁরা আমার গান ধৈর্য নিয়ে। অনেকে দাবি করেছিলেন, অবহেলা করা হচ্ছে। গান শোনা হচ্ছে। আমার ক্ষেত্রে তা হয়নি। আমি একটা পজিটিভ পোস্টও করি। সেই পোস্টের ২-৩দিনের মাথায় আমার কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। বলে সারেগামাপা থেকে বলছি। একটু কায়দা করে এরা টাকা চায়। বলে, আপনি পরবর্তী পর্যায়ের জন্য সিলেক্ট হয়েছেন। তবে ৫টি এপিসোডের জন্য ২ লাখ টাকা দিতে হবে। কারণ হিসেবে বলে, স্পনসররা আমাকে প্রোমোট করবে। আর এই প্রোমোট করার জন্যই টাকাটা লাগবে। আমি রেকর্ড করতে গিয়েছিলাম। কিন্তু রেকর্ডিং অন করার অ্যালার্ট আসার সঙ্গে সঙ্গে ওরা ফোনটা কেটে দেয়।’

‘এরপর আমি আমার একটা বন্ধুকে ফোন করি। সে বলে, ২০১৮ সালে ওর কাছে আড়াই হাজার টাকা চাওয়া হয়েছিল। ওর কাছে সোজাসুজি ফোন আসেনি। একজনের মাধ্যমে চাওয়া হয়েছিল।’, আরও বলেন সুপ্রিয় নামের ওই ব্যক্তি।

তবে ফেক কল হওয়ার সম্ভাবনাও এড়িয়ে যাচ্ছেন না সুপ্রিয়। কিন্তু তিনি জানান, অনেকেই তাঁর এই পোস্টের পর কমেন্ট বক্সে এসে, ইনবক্সে জানিয়েছেন, তাঁদের সঙ্গে ঘটেছে একই ঘটনা। সুপ্রিয়র আরও দাবি, কিছু মানুষ হুমকিও দিয়েছেন তাঁকে। যাদের মধ্যে নাকি রয়েছে জি বাংলার তারকারাও। তাই এই তরুণ মনে করেন, জি বাংলার উচিত তাঁর তোলা অভিযোগের জবাব দেওয়া। যদি তিনি মিথ্যেই হন, তাহলে এত লোক কীভাবে সহমত হচ্ছেন তাঁর সঙ্গে।

 

বায়োস্কোপ খবর

Latest News

ওড়িশার বিটেক ছাত্রীর আত্মহত্যার পরে পদক্ষেপ নেপালের, চাপে পড়ে ঢোক গিলল KIIT ভাবী CEC বেছে নিয়েছে মোদীর নেতৃত্বাধীন প্যানেল? ছিলেন রাহুলও, তাও নাখুশ কংগ্রেস! ইনি বর্তমানে দেশ-বিদেশ কাঁপানো অভিনেত্রী, চিনতে পারছেন কে? এবার র‌্যাগিংয়ের অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজে, তদন্ত শুরু করল কমিটি রয়েছে একাধিক জটিল সমস্যা, পোপের হাসপাতালে থাকার মেয়াদ বাড়ার বার্তা ভ্যাটিকানের শূন্যয় আউট শেফালি, মন্ধনার ২৭ বলের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে বিরাট জয় RCB-র বাবা-মায়ের সঙ্গে মহাকুম্ভে দেবলীনা, কিন্তু কেন ধন্যবাদ জানালেন মনোজ মুরলীকে? ‘আগে এরকম দেখিনি….’, মাধ্যমিকের ৩টি প্রশ্ন ‘অন্যরকম’ এসেছে, ব্যাখ্যা শিক্ষিকার পরীক্ষার জন্য চাপে আছেন? ভুলেও করবেন না এই পাঁচ জিনিস কুম্ভগামী ট্রেনে যথেচ্ছ টিকিট বিক্রি নয়, শিয়ালদায় কড়া নির্দেশ কর্তৃপক্ষের

IPL 2025 News in Bangla

ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান ১ বছর আগে প্রার্থনা করে গেছিলেন! স্বপ্ন সত্যি হতেই IPL ট্রফি নিয়ে কামাখ্যায় KKR

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.