শুভব্রত মুখার্জি: এবার এশিয়ান গেমসে একের পর এক রূপকথার কাহিনী রচিত হয়েছে। একাধিক অনামী-অখ্যাত তারকার উত্থানের সাক্ষী থেকেছে ভারত। সেই তালিকায় আছেন উত্তরপ্রদেশের রামবাবুও। রামবাবু যেন এক রূপকথার উপাখ্যান! হোটেলের ওয়েটার থেকে একেবারে সোজা অ্যাথলেটিক্সের ট্র্যাকে পৌঁছে এক রূপকথার কাহিনী লিখেছেন তিনি। এশিয়ান গেমসের ৩৫ কিলোমিটার মিক্সড রেস ওয়াকে ব্রোঞ্জ জিতেছেন।
২৪ বছরের রামবাবু এখন রিয়েল লাইফ হিরো। তাঁর গল্পের গোটাটাই দাঁত চাপা লড়াই, হার না মানা জেদ এবং অবশ্যই কঠোর পরিশ্রমের লড়াই। নিজের স্বপ্নকে বাস্তব করতে নিজেকে নিংড়ে দিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি হারাননি তাঁর আত্মবিশ্বাস। স্বপ্নকে ছুঁতে করেছেন দিনরাত পরিশ্রম। যার ফলাফল তিনি পেতেও শুরু করেছেন বাস্তবে।করোনার সময়ে সবথেকে কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন রাম বাবু। প্রতিদিন বেঁচে থাকার কঠোর লড়াই চালানোর পাশাপাশি ছাড়েননি নিজের অনুশীলনও।
নিজের জীবন এবং জীবিকার জন্য তিনি বাধ্য হন ওয়েটারের কাজ নিতে। তবে ওয়েটারের কাজ করার আগে তিনি মাটি খোঁড়ার কাজ করেছেন। তবে এতকিছুর মধ্যেও লক্ষ্যভ্রষ্ট হননি তিনি। একাগ্র চিত্তে চালিয়ে গিয়েছেন তাঁর স্বপ্নকে সফল করার লড়াই। ১০০ দিনের কাজের পাশাপাশি চালিয়েছেন তাঁর অ্যাথলিট হয়ে ওঠার লড়াই। আর দিনের শেষে যেন ছিনিয়ে নিয়েছেন সাফল্য।সত্যি করেছেন তাঁর স্বপ্নকে। ওয়েটার থেকে অ্যাথলিট হয়ে ওঠার রূপকথার কাহিনীকে বাস্তবের রুপ দিয়েছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।