India's medal in Asian Games history: একটা সময় ছিল ১৩, সেখান থেকে ১০৭- কোন এশিয়ান গেমসে কতগুলি পদক পেয়েছে ভারত?
Updated: 08 Oct 2023, 03:59 PM ISTশুরুটা দারুণ হয়েছিল। কিন্তু তারপর খেই হারিয়ে ফেলেছিল ভারত। একটা সময় এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা নেমে গিয়েছিল ১৩-তে। সেখান থেকে এবার ভারত পদক জিতেছে ১০৭টি পদক। ১৯৫১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কোন এশিয়ান গেমসে কতগুলি পদক পেয়েছে ভারত, দেখে নিন তালিকা।
পরবর্তী ফটো গ্যালারি