সোমবারই হিটে রেকর্ড গড়েন ভারতের ভিথ্যা রামরাজ। এবার এশিয়ান গেমসে ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় এই অ্যাথলিট। এর আগে পিটি ঊষার সঙ্গে একই আসনে জায়গা করে নিয়েছেন। পিটি ঊষা ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে জাতীয় রেকর্ড গড়েন। এদিন ৪০০ মিটার হার্ডসে নামেন ভারতীয় এই অ্যাথলিট। আর সেখানে তিনি তাঁর এই দৌড় শেষ করেন ৫৫.৬৮ সেকেন্ডে।
এদিন প্রথমের দিকে শুরুটা গতির না করলেও মাঝ পথেই তিনি তার দৌড়ের গতি বাড়ান। যার ফলে অনেক অ্যাথলিটকে পিছনে ফেলে এগিয়ে যান। সেই সঙ্গে প্রথমে থাকা বাহরিনের ওলুওয়াকেমি মুজিদাতকে হারানোর টার্গেট নেন। কিন্তু তিনি যখন শেষ করলেন তখন দেখা গেল তৃতীয় স্থানে রয়েছেন এই ভারতীয়। ফলে ব্রোঞ্জ নিয়েই এই ইভেন্ট শেষ করতে হল তাঁকে।
অন্যদিকে এই ইভেন্টে সোনা জিতেছেন বাহরিনের ওলুওয়াকেমি মুজিদাত। তিনি ৫৫.০৯ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান গেমসের রেকর্ড ভেঙে সোনা জিতেছে। রুপো জিতেছেন চিনের মো জিয়াদি। ভারতীয় এই অ্যাথলিট পিটি ঊষার সঙ্গে একই আসনে জায়গা করে নিয়েছেন। এই ইভেন্টে রামরাজের এটি দ্বিতীয় পদ। কারণ তিনি মহম্মদ আজমল ভারিয়াথোডি, শুভা ভেঙ্কেটেস্যান্ট এবং রাজেশ রমেশের সঙ্গে ৪x৪০০ মিটার রিলের মিক্সড ইভেন্টে রুপো জিতে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
বাহরিনের ওলুওয়াকেমি মুজিদাত ৫৫.০৯ সেকেন্ড সময় নিয়ে গেমসের রেকর্ড ভেঙে সোনা জিতেছেন। যেখানে চিনের মো জিয়াদি ৫৫.০১ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছেন। পুরুষদের ৪০০ মিটার ইভেন্টে, যশাস পলাক্ষা এবং সন্তোষ কুমার তামিলরাসান যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ স্থান অর্জন করেছেন। পলক্ষা ৪৯.৩৯ সেকেন্ড, আর তামিলরাসান ৪৯.৪১ সেকেন্ড নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।