বাংলা নিউজ > ময়দান > Australia vs India: প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে
রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট কোহলি। ছবি- টুইটার।

Australia vs India: প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে

অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখার লড়াই টিম ইন্ডিয়ার।

ওয়ান ডে ও টি-২০ সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে এবার টেস্টের লড়াইয়ে টিম ইন্ডিয়া। গতবার অজি সফরে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিলেন বিরাট কোহলিরা। এবার ইতিহাসের পুনরাবৃত্তির চ্যালেঞ্জ ভারতের সামনে।

17 Dec 2020, 05:23:58 PM IST

একনজরে অস্ট্রেলিয়ার বোলিং

স্টার্ক ৪৯ রানে ২ উইকেট নেন। হ্যাজেলউড ৪৭ রানে ১ উইকেট, কামিন্স ৪২ রানে ১ উইকেট ও লিয়ঁ ৬৮ রানে ১ উইকেট নেন।

17 Dec 2020, 05:18:01 PM IST

একনজরে ভারতের ব্যাটিং

বিরাটের হাফ সেঞ্চুরি (৭৪) ছাড়া পূজারা ৪৩, রাহানে ৪২, মায়াঙ্ক ১৭, হনুমা ১৬, অশ্বিন অপরাজিত ১৫ ও সাহা অপরাজিত ৯ রান করেন। খাতা খুলতে পারেননি পৃথ্বী।

17 Dec 2020, 05:10:21 PM IST

দিনের সেরা পারফর্মার

বিরাট কোহলি ভারতের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ২টি উইকেট দখল করেন।

17 Dec 2020, 05:05:55 PM IST

প্রথম দিনের খেলা শেষ

প্রথম দিন সাকুল্যে ৮৯ ওভার খেলা হয়। ভারত ৬ উইকেটের বিনিময়ে ২৩৩ রান তুলেছে। ঋদ্ধিমান ৯ ও অশ্বিন ১৫ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 04:50:10 PM IST

৮৫ ওভারে ভারত ২১২/৬

৮৫ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ২১২ রান তুলেছে। সাহা ২ ও অশ্বিন ৪ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 04:41:59 PM IST

বিহারী আউট

ইনিংসের ৮৪তম ওভারে হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হন হনুমা বিহারী। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৬ রান করেন তিনি। নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন। ভারত ৮৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলেছে।

17 Dec 2020, 04:29:35 PM IST

২০০-র গণ্ডি ছুঁল ভারত

ইনিংসের ৮২তম ওভারে ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ৮২ ওভার শেষে ভারত ২০১/৫।

17 Dec 2020, 04:26:38 PM IST

রাহানে আউট

শেষবেলায় ফের ধাক্কা ভারতীয় শিবিরে। ৯২ বলে ৪২ রান করে স্টার্কের বলে এলবিডব্লিউ হলেন রাহানে। তিনি ৩টি চার ও একটি ছক্কা মারেন। নতুন ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ভারত ৮১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তুলেছে।

17 Dec 2020, 04:13:03 PM IST

রান-আউট কোহলি

ইনিংসের ৭৭তম ওভারের শেষ বলে রান-আউট হন বিরাট কোহলি। রাহানের সঙ্গে বোঝাপড়ার অভাবে দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফিরতে হয় ভারত অধিনায়ককে। আউট হওয়ার আগে ৮টি বাউন্ডারির সাহায্যে ১৮০ বলে ৭৪ রান করেন কোহলি। নতুন ব্যাটসম্যান হনুমা বিহারী।

17 Dec 2020, 04:01:32 PM IST

৭৫ ওভারে ভারত ১৭৮/৩

৭৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তুলেছে। কোহলি ৭২ ও রাহানে ৩৪ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 03:29:11 PM IST

১৫০ রানের গণ্ডি টপকাল ভারত

ইনিংসের ৬৮তম ওভারে ১৫০ রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া। ৬৮ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলেছে। কোহলি ৬৬ ও রাহানে ১৮ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 03:27:38 PM IST

রান-আউটের হাত থেকে বাঁচলেন রাহানে

ইনিংসের ৬৬তম ওভারে ডাইভ মেরে রান-আউটের হাত থেকে বাঁচেন অজিঙ্কা রাহানে। ভারত ৬৬ ওভারের শেষে ৩ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলেছে।

17 Dec 2020, 03:14:45 PM IST

৬৫ ওভারে ১৪০/৩

৬৫ ওভার শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে। কোহলি ৫৪ ও রাহানে ১৮ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 02:53:51 PM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

ইনিংসের ৬১তম ওভারে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৫টি বাউন্ডারির সাহায্যে ১২৩ বলে ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ভারত অধিনায়ক।

17 Dec 2020, 02:52:47 PM IST

৬০ ওভারে ভারত ১২৪/৩

৬০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলেছে। কোহলি ৪৯ ও রাহানে ৯ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 02:29:01 PM IST

ডিনার ব্রেক

দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে একমাত্র সাফল্য এনে দেন ন্যাথন লিয়ঁ। ক্রিজে জমে যাওয়া চেতেশ্বর পূজারাকে আউট করেন তিনি। পূজারা ফেরেন ৪৩ রান করে। দ্বিতীয় সেশনে ৬৬ রান তোলে ভারত।খেলা হয় ৩০ ওভার। ভারত ডিনার ব্রেকের সময় ৩ উইকেটে ১০৭ রানে দাঁড়িয়ে। কোহলি ১১১ বলে ৩৯ রানে ব্যাট করছেন। তিনি ৪টি বাউন্ডারি মারেন। রাহানে অপরাজিত রয়েছেন ২০ বলে ২ রান করে।

17 Dec 2020, 02:16:03 PM IST

৫৫ ওভারে ভারত ১০৭/৩

৫৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছে। কোহলি ৩৯ ও রাহানে ২ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 02:02:58 PM IST

পূজারা আউট

ইনিংসের ৫০তম ওভারে আউট হলেন পূজারা। লিয়ঁর বলে ল্যাবুশানের হাতে ধরা পড়েন তিনি। ভারত ঠিক আগের বলেই ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। ৫০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে। নতুন ব্যাটসম্যান রাহানে। আউট হওয়ার আগে চেতেশ্বর ১৬০ বলে ৪৩ রান করেন। তিনি ২টি বাউন্ডারি মারেন। কোহলি ৩৪ রানে অপরাজিত রয়েছেন।

17 Dec 2020, 01:47:33 PM IST

প্রথম বাউন্ডারি পূজারার

ইনিংসের ৪৮তম ওভারে প্রথম বাউন্ডারি বেরোয় পূজারার ব্যাট থেকে। লিয়ঁর দ্বিতীয় ও তৃতীয় বল বাউন্ডারিতে পাঠান চেতেশ্বর। নিজের ইনিংসের ১৪৮ নম্বর বলে প্রথম বাউন্ডারি মারেন তিনি। ৪৮ ওভার শেষে ভারত ২ উইকেটে ৯৭ রান তুলেছে। পূজারা ১৫২ বলে ৪০ রান করে অপরাজিত রয়েছেন।

17 Dec 2020, 01:37:07 PM IST

ভারত ৪৫ ওভারে ৮১/২

৪৫ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে। পূজারা ৩০ ও কোহলি ২৯ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 01:31:06 PM IST

ভাগ্যের সাহায্য পেলেন কোহলি

৪৩তম ওভারের তৃতীয় বল কোহলির গ্লাভসে লেগে হাওয়ায় ভেসে যায়। তবে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ ধরার মতো কোনও ফিল্ডার ছিলেন না। তার আগে ৩৬তম ওভারের প্রথম বলে আউট হয়েও বেঁচে যান বিরাট। বল কোহলির গ্লাভসে লেগে কিপারের হাতে যায়। আম্পায়ার আউট দেননি। অস্ট্রেলিয়া রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

17 Dec 2020, 01:13:11 PM IST

ভারত ৪০ ওভারে ৭১/২

৪০ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে। পূজারা ২৮ ও কোহলি ২১ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 12:55:24 PM IST

৩৫ ওভার শেষে ভারত ৬৬/২

৩৫ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৬৬ রান তুলেছে। পূজারা ১২১ বলে ২৮ ও কোহলি ৪৯ বলে ১৬ রান করে অপরাজিত রয়েছেন।

17 Dec 2020, 12:34:06 PM IST

৩০ ওভার শেষে ভারত ৫০/২

৩০ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৫০ রান তুলেছে। চেতেশ্বর পূজারা ১০৫ বলে ২৩ রান করেছেন। বিরাট কোহলি ব্যাট করছেন ৩৫ বলে ৮ রান করে।

17 Dec 2020, 11:43:26 AM IST

চায়ের বিরতি

অ্যাডিলেডে ডে-নাইট টেস্টে দিনের প্রথম সেশনে খেলা হল ২৫ ওভার। ভারত চায়ের বিরতির আগে ২ উইকেট হারিয়েছে। কোহলিরা স্কোর বোর্ডে তুলেছেন ৪১ রান। পৃথ্বী খাতা খুলতে পারেননি। তাঁকে বোল্ড করেন স্টার্ক। মায়াঙ্ক আউট হন ২টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ১৭ রান করে। তাঁকে ফিরিয়ে দেন কামিন্স। 

17 Dec 2020, 11:33:50 AM IST

২৫ ওভারে ভারত ৪১/২

২৫ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৪১ রান তুলেছে। পূজারা ১৭ ও কোহলি ৫ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 11:13:06 AM IST

ভারত ২০ ওভারে ৩২/২

২০ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৩২ রান তুলেছে। পূজারা ১৪ রানে ব্যাট করছেন। এখনও খাতা খুলতে পারেননি বিরাট।

17 Dec 2020, 11:05:01 AM IST

মায়াঙ্ক আউট

যে কোনও টেস্ট ম্যাচের প্রথম ঘণ্টার খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাজা পিচের সুবিধা নিতে তত্পর দেখায় বোলারদের। সেদিক থেকে ভারত প্রথম এক ঘণ্টা নির্বিঘ্নেই কাটিয়ে দেয় বলা চলে। তবে ঠিক তার পরেই মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। ইনিংসের ১৯ তম ওভারে কামিন্সের প্রথম বলে বোল্ড হন মায়াঙ্ক। ৪০ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন আগরওয়াল। তিনি ২টি বাউন্ডারি মারেন। নতুন ব্যাটসম্যান কোহলি।

17 Dec 2020, 10:49:51 AM IST

১৫ ওভারে ভারত ২৫/১

এক ঘণ্টার খেলা শেষ। ১৫ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছে। পূজারা ১৪ ও আগরওয়াল ১০ রানে ব্যাট করছে।

17 Dec 2020, 10:30:53 AM IST

১০ ওভারে ভারত ২১/১

১০ নম্বর ওভারে ভারতের হয়ে প্রথম বাউন্ডারি মারেন মায়াঙ্ক আগরওয়াল। ১০ ওভারের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ২১ রান তুলেছে। মায়াঙ্ক ও পূজারা উভয়েই ১০ রান করে সংগ্রহ করেছেন।

17 Dec 2020, 09:57:46 AM IST

৫ ওভারে ভারত ৭/১

শুরুতেই পৃথ্বীর উইকেট হারিয়ে সতর্ক ভারত। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ১ উইকেট হারিয়ে ৭ রান তুলেছে। মায়াঙ্ক আগরওয়াল ৫ ও পূজারা ২ রানে ব্যাট করছেন।

17 Dec 2020, 09:36:09 AM IST

শুরুতেই ধাক্কা

ম্যাচের প্রথম ওভারে স্টার্কের দ্বিতীয় বলেই বোল্ড হলেন পৃথ্বী শ। ব্যাটের ভিতরের কানা নিয়ে বল গিয়ে লাগে স্টাম্পে। খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তরুণ ভারতীয় ওপেনারকে। নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

17 Dec 2020, 09:24:37 AM IST

অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি

টেস্ট সিরিজ শুরুর আগে সবথেকে বেশি আলোচনায় ছিল অস্ট্রেলিয়ার সম্ভাব্য ওপেনিং জুটি। ডেভিড ওয়ার্নার ও উইল পুকোভস্কি চোটের জন্য ছিটকে যাওয়ায় দলে ডেকে নেওয়া হয়েছিল হ্যারিসকে। তবে শেষমেশ অজি টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় ম্যাথিউ ওয়েডের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন জো বার্নস।

17 Dec 2020, 09:21:45 AM IST

টেস্ট অভিষেক ক্যামেরন গ্রিনের

অ্যাডিলেডে টেস্ট অভিষেক হচ্ছে ক্যামেরন গ্রিনের। ম্যাচের আগে তিনি হাতে পেলেন ৪৫৯ নম্বর ব্যাগি গ্রিন। তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন প্যাট কামিন্স।

17 Dec 2020, 09:17:27 AM IST

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

জো বার্নস, ম্যাথিউ ওয়েড, মার্নাস ল্যাবুশান, স্টিঊ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, টিম পেইন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথন লিয়ঁ ও জোস হ্যাজেলউড।

17 Dec 2020, 09:05:17 AM IST

টস জিতল ভারত

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টস জিতল ভারত। বিরাট কোহলি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কোহলি ক্যাপ্টেন হিসেবে ২৬টি টেস্টে টস জেতেন। একটি ম্যাচেও হারেনি ভারত।

17 Dec 2020, 09:05:18 AM IST

অ্যাডিলেড টেস্টে ভারতের প্রথম একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির ‘দিল চাহতা হ্যায়’এর প্রস্তাব ফিরিয়েছি, কারণ সে সময় আমি শুধুই মা হতে চেয়েছিলাম'

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.