
Australia vs India: প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে
Updated: 17 Dec 2020, 05:18 PM ISTঅস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখার লড়াই টিম ইন্ডিয়ার।
অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখার লড়াই টিম ইন্ডিয়ার।
ওয়ান ডে ও টি-২০ সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে এবার টেস্টের লড়াইয়ে টিম ইন্ডিয়া। গতবার অজি সফরে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিলেন বিরাট কোহলিরা। এবার ইতিহাসের পুনরাবৃত্তির চ্যালেঞ্জ ভারতের সামনে।
স্টার্ক ৪৯ রানে ২ উইকেট নেন। হ্যাজেলউড ৪৭ রানে ১ উইকেট, কামিন্স ৪২ রানে ১ উইকেট ও লিয়ঁ ৬৮ রানে ১ উইকেট নেন।
বিরাটের হাফ সেঞ্চুরি (৭৪) ছাড়া পূজারা ৪৩, রাহানে ৪২, মায়াঙ্ক ১৭, হনুমা ১৬, অশ্বিন অপরাজিত ১৫ ও সাহা অপরাজিত ৯ রান করেন। খাতা খুলতে পারেননি পৃথ্বী।
বিরাট কোহলি ভারতের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ২টি উইকেট দখল করেন।
প্রথম দিন সাকুল্যে ৮৯ ওভার খেলা হয়। ভারত ৬ উইকেটের বিনিময়ে ২৩৩ রান তুলেছে। ঋদ্ধিমান ৯ ও অশ্বিন ১৫ রানে ব্যাট করছেন।
৮৫ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ২১২ রান তুলেছে। সাহা ২ ও অশ্বিন ৪ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৮৪তম ওভারে হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হন হনুমা বিহারী। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৬ রান করেন তিনি। নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন। ভারত ৮৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলেছে।
ইনিংসের ৮২তম ওভারে ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ৮২ ওভার শেষে ভারত ২০১/৫।
শেষবেলায় ফের ধাক্কা ভারতীয় শিবিরে। ৯২ বলে ৪২ রান করে স্টার্কের বলে এলবিডব্লিউ হলেন রাহানে। তিনি ৩টি চার ও একটি ছক্কা মারেন। নতুন ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ভারত ৮১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তুলেছে।
ইনিংসের ৭৭তম ওভারের শেষ বলে রান-আউট হন বিরাট কোহলি। রাহানের সঙ্গে বোঝাপড়ার অভাবে দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফিরতে হয় ভারত অধিনায়ককে। আউট হওয়ার আগে ৮টি বাউন্ডারির সাহায্যে ১৮০ বলে ৭৪ রান করেন কোহলি। নতুন ব্যাটসম্যান হনুমা বিহারী।
৭৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তুলেছে। কোহলি ৭২ ও রাহানে ৩৪ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৬৮তম ওভারে ১৫০ রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া। ৬৮ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলেছে। কোহলি ৬৬ ও রাহানে ১৮ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৬৬তম ওভারে ডাইভ মেরে রান-আউটের হাত থেকে বাঁচেন অজিঙ্কা রাহানে। ভারত ৬৬ ওভারের শেষে ৩ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলেছে।
৬৫ ওভার শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে। কোহলি ৫৪ ও রাহানে ১৮ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৬১তম ওভারে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৫টি বাউন্ডারির সাহায্যে ১২৩ বলে ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ভারত অধিনায়ক।
৬০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলেছে। কোহলি ৪৯ ও রাহানে ৯ রানে ব্যাট করছেন।
দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে একমাত্র সাফল্য এনে দেন ন্যাথন লিয়ঁ। ক্রিজে জমে যাওয়া চেতেশ্বর পূজারাকে আউট করেন তিনি। পূজারা ফেরেন ৪৩ রান করে। দ্বিতীয় সেশনে ৬৬ রান তোলে ভারত।খেলা হয় ৩০ ওভার। ভারত ডিনার ব্রেকের সময় ৩ উইকেটে ১০৭ রানে দাঁড়িয়ে। কোহলি ১১১ বলে ৩৯ রানে ব্যাট করছেন। তিনি ৪টি বাউন্ডারি মারেন। রাহানে অপরাজিত রয়েছেন ২০ বলে ২ রান করে।
৫৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছে। কোহলি ৩৯ ও রাহানে ২ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৫০তম ওভারে আউট হলেন পূজারা। লিয়ঁর বলে ল্যাবুশানের হাতে ধরা পড়েন তিনি। ভারত ঠিক আগের বলেই ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। ৫০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে। নতুন ব্যাটসম্যান রাহানে। আউট হওয়ার আগে চেতেশ্বর ১৬০ বলে ৪৩ রান করেন। তিনি ২টি বাউন্ডারি মারেন। কোহলি ৩৪ রানে অপরাজিত রয়েছেন।
ইনিংসের ৪৮তম ওভারে প্রথম বাউন্ডারি বেরোয় পূজারার ব্যাট থেকে। লিয়ঁর দ্বিতীয় ও তৃতীয় বল বাউন্ডারিতে পাঠান চেতেশ্বর। নিজের ইনিংসের ১৪৮ নম্বর বলে প্রথম বাউন্ডারি মারেন তিনি। ৪৮ ওভার শেষে ভারত ২ উইকেটে ৯৭ রান তুলেছে। পূজারা ১৫২ বলে ৪০ রান করে অপরাজিত রয়েছেন।
৪৫ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে। পূজারা ৩০ ও কোহলি ২৯ রানে ব্যাট করছেন।
৪৩তম ওভারের তৃতীয় বল কোহলির গ্লাভসে লেগে হাওয়ায় ভেসে যায়। তবে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ ধরার মতো কোনও ফিল্ডার ছিলেন না। তার আগে ৩৬তম ওভারের প্রথম বলে আউট হয়েও বেঁচে যান বিরাট। বল কোহলির গ্লাভসে লেগে কিপারের হাতে যায়। আম্পায়ার আউট দেননি। অস্ট্রেলিয়া রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।
৪০ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে। পূজারা ২৮ ও কোহলি ২১ রানে ব্যাট করছেন।
৩৫ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৬৬ রান তুলেছে। পূজারা ১২১ বলে ২৮ ও কোহলি ৪৯ বলে ১৬ রান করে অপরাজিত রয়েছেন।
৩০ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৫০ রান তুলেছে। চেতেশ্বর পূজারা ১০৫ বলে ২৩ রান করেছেন। বিরাট কোহলি ব্যাট করছেন ৩৫ বলে ৮ রান করে।
অ্যাডিলেডে ডে-নাইট টেস্টে দিনের প্রথম সেশনে খেলা হল ২৫ ওভার। ভারত চায়ের বিরতির আগে ২ উইকেট হারিয়েছে। কোহলিরা স্কোর বোর্ডে তুলেছেন ৪১ রান। পৃথ্বী খাতা খুলতে পারেননি। তাঁকে বোল্ড করেন স্টার্ক। মায়াঙ্ক আউট হন ২টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ১৭ রান করে। তাঁকে ফিরিয়ে দেন কামিন্স।
২৫ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৪১ রান তুলেছে। পূজারা ১৭ ও কোহলি ৫ রানে ব্যাট করছেন।
২০ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৩২ রান তুলেছে। পূজারা ১৪ রানে ব্যাট করছেন। এখনও খাতা খুলতে পারেননি বিরাট।
যে কোনও টেস্ট ম্যাচের প্রথম ঘণ্টার খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাজা পিচের সুবিধা নিতে তত্পর দেখায় বোলারদের। সেদিক থেকে ভারত প্রথম এক ঘণ্টা নির্বিঘ্নেই কাটিয়ে দেয় বলা চলে। তবে ঠিক তার পরেই মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। ইনিংসের ১৯ তম ওভারে কামিন্সের প্রথম বলে বোল্ড হন মায়াঙ্ক। ৪০ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন আগরওয়াল। তিনি ২টি বাউন্ডারি মারেন। নতুন ব্যাটসম্যান কোহলি।
এক ঘণ্টার খেলা শেষ। ১৫ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছে। পূজারা ১৪ ও আগরওয়াল ১০ রানে ব্যাট করছে।
১০ নম্বর ওভারে ভারতের হয়ে প্রথম বাউন্ডারি মারেন মায়াঙ্ক আগরওয়াল। ১০ ওভারের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ২১ রান তুলেছে। মায়াঙ্ক ও পূজারা উভয়েই ১০ রান করে সংগ্রহ করেছেন।
শুরুতেই পৃথ্বীর উইকেট হারিয়ে সতর্ক ভারত। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ১ উইকেট হারিয়ে ৭ রান তুলেছে। মায়াঙ্ক আগরওয়াল ৫ ও পূজারা ২ রানে ব্যাট করছেন।
ম্যাচের প্রথম ওভারে স্টার্কের দ্বিতীয় বলেই বোল্ড হলেন পৃথ্বী শ। ব্যাটের ভিতরের কানা নিয়ে বল গিয়ে লাগে স্টাম্পে। খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তরুণ ভারতীয় ওপেনারকে। নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।
টেস্ট সিরিজ শুরুর আগে সবথেকে বেশি আলোচনায় ছিল অস্ট্রেলিয়ার সম্ভাব্য ওপেনিং জুটি। ডেভিড ওয়ার্নার ও উইল পুকোভস্কি চোটের জন্য ছিটকে যাওয়ায় দলে ডেকে নেওয়া হয়েছিল হ্যারিসকে। তবে শেষমেশ অজি টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় ম্যাথিউ ওয়েডের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন জো বার্নস।
অ্যাডিলেডে টেস্ট অভিষেক হচ্ছে ক্যামেরন গ্রিনের। ম্যাচের আগে তিনি হাতে পেলেন ৪৫৯ নম্বর ব্যাগি গ্রিন। তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন প্যাট কামিন্স।
জো বার্নস, ম্যাথিউ ওয়েড, মার্নাস ল্যাবুশান, স্টিঊ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, টিম পেইন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথন লিয়ঁ ও জোস হ্যাজেলউড।
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টস জিতল ভারত। বিরাট কোহলি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কোহলি ক্যাপ্টেন হিসেবে ২৬টি টেস্টে টস জেতেন। একটি ম্যাচেও হারেনি ভারত।
মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।