অস্ট্রেলিয়ান ওপেন সফর শেষ হল ২৬ বছর বয়সী ভারতীয় টেনিস তারকা সুমিত নাগালের। দ্বিতীয় রাউন্ডের ফাইনালে চিনের শাং জাংচেঙের হাতে পরাজিত হতে হল তাঁকে। ম্যাচের ফলাফল ৬-২, ৩-৬, ৫-৭, ৪-৬। তবে ম্যাচ শেষে সোনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখোমুখি হন নাগাল এবং জানান যে ম্যাচের ফলাফল যাই হোক না কেন তিনি নিজের খেলার উপর আগামীদিনে আরও বেশি করে মনোযোগ দেবেন। এখানেই শেষ নয়, নিজের ব়্যাঙ্কিং সম্পর্কেও মুখ খোলেন তিনি। ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন যে র্যাঙ্কিং নিয়ে তিনি বেশি কিছু ভাববেন না কারণ তিনি মনে করেন যে ম্যাচে ভালো ফল করতে পারলেই র্যাঙ্কিংয়ের উন্নতি হয়ে যাবে।
নাগাল বলেন, 'আজকের ম্যাচে আমি সবরকম ভাবে চেষ্টা করেছি কিন্তু শেষ অবধি জিততে পারিনি। ঠিক আছে কোনও ব্যাপার না। আমি এটাকে নিয়ে আর বেশি ভাবতে চাইনা। তবে এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য নিজের খেলার উপর মনোযোগ দেওয়া। আগামীদিনের ম্যাচগুলিতে যাতে ভালো ফল আসে সেরকম ভাবেই আমি নিজেকে প্রস্তুত করবো। র্যাঙ্কিং নিয়ে ভাববো না। আমি নিজের খেলার উন্নতি ম্যাচ-বাই-ম্যাচ হিসেবে দেখবো। আমি মনে করি যে খেলার উন্নতি হলেই আমি ম্যাচ জিততে পারব এবং পাশাপাশি আমার র্যাঙ্কিংয়ের উন্নতি হয়ে যাবে।'
পাশাপাশি, এই ম্যাচে পরাজয়ের সম্পর্কেও প্রশ্ন করা হয় নাগালকে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'দেখুন আপনি যদি আমাকে এই বিষয় জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমার মনে হয় না আমি ম্যাচ জুড়ে খুব একটা ভুল করেছি। শেষ তিন ঘন্টায় আমায় ২-৩টে ছোট ভুল করেছি। আমি শুরুটা খুব ভালোই করেছিলাম কিন্তু পরে আবহাওয়ার জন্য চাপে পড়ে গিয়েছিলাম। ও নিজের খেলার ধরণটা পাল্টায় এবং বুঝতে পারছিলাম না কি করে ওর হিটিং জোন থেকে বলটাকে দূরে রাখবো। ওখানেই সমস্যাটা হয়ে গিয়েছে।'
এরপর নিজের ভক্ত এবং দেশবাসীকে ধন্যবাদ জানান নাগাল। তিনি বলেন, 'আমি নিজের পরিবার বন্ধু স্পনসর এবং সত্যি বলতে গেলে গোটা ভারতবর্ষকে ধন্যবাদ জানাতে চাই আমাকে লাগাতার সমর্থন করার জন্য। এছাড়াও স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই। আশা করি আমি সকলের মুখে হাসি ফোটাতে সফল হয়েছি এবং দেশের নাম উজ্জ্বল করতে পেরেছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।