বাংলাদেশ দলের ব্যাটাররা নাকি আন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই সামলাতে পারছে না। এমনই মত বাংলাদেশ ক্রিকেট দলের ডিরেক্টর খালেদ মেহমুদের। আসলে এশিয়া কাপে ব্যর্থতার জন্য ব্যাটারদেরই দুষেছেন মেহমুদ। আসলে পাওয়ার প্লেতে সেভাবে খেলতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা, আর সেই কারণেই দলের ব্যাটিং-এর উপর আঙুল তুললেন বাংলাদেশ দলের ডিরেক্টর। খালেদ মেহমুদ বলেন, ‘সকলেই প্রায় ১৫-২০টা বল রক্ষণাত্মক ভাবে খেলার পর আউট হয়ে যাচ্ছে। যেটা খুবই হতাশার। পাওয়ার প্লে-তে তিন উইকেটে ৫০ বা কোনও উইকেট না হারিয়ে ৪০ রান হলে ঠিক আছে। কিন্তু উইকেট পড়ে গেল অথচ রান হল না, এই চাপ নেওয়া যায় না। টি-টোয়েন্টি ম্যাচ জিততে হলে পাওয়ার প্লেতে ভালো খেলা গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন… বিরাটের ব্যাটিং দেখার জন্য টিভি খুলেছিলাম কিন্তু অবাক করলেন সূর্য- শাহিদ আফ্রিদি
দেশের জাতীয় দলের ক্রিকেটাররা অন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই নাকি সামলাতে পারছেন না, এমনটাই দাবি করেছেন বাংলাদেশ দলের ডিরেক্টর। খালেদ মেহমুদ বলেন, ‘ক্রিকেটারদের দেখে মনেই হচ্ছে না ওরা আন্তর্জাতিক ম্যাচের চাপ সামলাতে পারে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ ক্রিকেটারদেরই খুঁজে বের করতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো ফল করতে হলে এই ব্যাটিং চলবে না। সাধারণ বোলিং আক্রমণের বিরুদ্ধেও এমন ব্যাটিং করলে হবে না। টেকনিক ভালো হলেও কৌশল এবং প্রয়োগের ক্ষেত্রে আমাদের উন্নতি দরকার।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই হয়েছিল। সেই সময়ে মেহদি হাসানরা শ্রীলঙ্কা দলকে মাঠে দেখে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ দল। এই ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে শাকিব আল হাসানরা। এর পরেই দলের বোলারদের বদলে, দলের ব্যাটারদের এক হাত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমের ডিরেক্টর।
আরও পড়ুন… ক্ষতের উপর নুনের ঘা! হারানোর পর টাইগারদের খোঁচা দিলেন জয়বর্ধনে
অনেকেই জিম্বাবোয়ে সফরের পর এশিয়া কাপের ব্যর্থতাটা মেনে নিতে পারছেন না। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ডিরেক্টর খালেদ মেহমুদ। তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘সব সময় দলে জায়গা হারানোর ভয় নিয়ে খেললে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করা যায় না। টেস্ট ক্রিকেটে তবু কিছুটা স্বার্থপর ভাবে খেলা যায়। টেস্টে শতরান করতে ৩০০ বল নিলেও কেউ কিছু বলবে না। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে তেমন সুযোগ নেই। এখানে সাহসী ক্রিকেটই খেলতে হবে। সেই সাহস না থাকলে দলে থাকাই উচিত নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।