বাংলাদেশ সফরের সীমিত ওভারের ২টি সিরিজের ভারতীয় দল থেকে বাদ পড়লেও খুব বেশিদিন জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে না রিচা ঘোষকে। এশিয়ান গেমসের জন্য ভারতের মহিলা ক্রিকেট স্কোয়াডে কামব্যাক করলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার।
শুক্রবার এশিয়ান গেমসের জন্য ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। মেয়েদের দলে জায়গা পেয়েছেন বাংলার দুই তারকা। রিচার সঙ্গে মূল স্কোয়াডে রয়েছেন তিতাস সাধু, যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন।
এছাড়া বাংলার সাইকা ইশাক এশিয়ান গেমসে স্ট্যান্ড-বাই ক্রিকেটার হিসেবে জাতীয় দলের সঙ্গে থাকবেন। সাইকা গত উইমেন্স প্রিমিয়র লিগে চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দেন। তাঁকে অবিলম্বে জাতীয় দলে দেখা যাবে বলে মত পেশ করেন বিশেষজ্ঞরা। আপাতত মূল স্কোয়াডে জায়গা না পেলেও সাইকা যে ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন, সেটা বোঝা গেল স্পষ্ট।
রিচা ছাড়াও ভারতীয় দলে কামব্যাক করেন তারকা স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়। যদিও জায়গা হয়নি পেসার রেনুকা সিং ঠাকুরের। বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া। মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন পূজা বস্ত্রকার, হার্লিন দেওল ও স্নেহ রানা। তাঁদের স্ট্যান্ড-বাই ক্রিকেটারদের তালিকায় জায়গা করে দিয়েছেন জাতীয় নির্বাচকরা।
আরও পড়ুন:- IND vs WI: সৌরভের রেকর্ড চুরমার করলেও যশস্বী অল্পের জন্য টপকাতে পারলেন না ধাওয়ানকে
যথারীতি এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধনা। রিচার সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন উমা ছেত্রী। শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ ও দীপ্তি শর্মা ভারতীয় স্কোয়াডে অটোমেটিক চয়েজ। বাংলাদেশ সফরে জাতীয় দলে আত্মপ্রকাশ করা মিন্নু মণি ও অনুষা বরেড্ডি এশিয়ান গেমসের স্কোয়াডেও জায়গা ধরে রেখেছেন। দেবিকা বৈদ্য, আমনজ্যোৎ কৌরদেরও দেখা যাবে এশিয়ান গেমসে।
এবছর চিনের হ্যাংঝৌয়ে বসবে এশিয়ান গেমসের আসর। ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে বহুজাতিক এই প্রতিযোগিতা। টি-২০ ফর্ম্যাটে মেয়েদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
এশিয়ান গেমসের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বানি, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার), অনুষা বরেড্ডি।
স্ট্যান্ড-বাই: হার্লিন দেওল, কাশভি গৌতম, স্নেহ রানা, সাইকা ইশাক ও পূজা বস্ত্রকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।