সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনবদ্য একটি রেকর্ড ভেঙে দিলেও ভারতের ৯১ বছরের টেস্ট ইতিহাসের সর্বকালীন একটি নজির গড়ার সুযোগ হাতছাড়া করলেন যশস্বী জসওয়াল। এশিয়ার বাইরে টেস্ট অভিষেকে উপমহাদেশের কোনও ব্যাটসম্যান হিসেবে সব থেকে বেশি রানের ইনিংস খেলেন যশস্বী। তবে ঘরে-বাইরে টেস্ট অভিষেকে সব থেকে বেশি রানের ইনিংস খেলা ভারতীয় ক্রিকেটারে পরিণত হতে পারলেন না জসওয়াল।
ডমিনিকায় তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকেই ১৫০ রানের গণ্ডি টপকানোর কৃতিত্ব অর্জন করেন যশস্বী। এই নিরিখে তিনি শিখর ধাওয়ান ও রোহিত শর্মার সঙ্গে একাসনে বসে পড়েন। তবে অল্পের জন্য দুই সিনিয়রকে টপকে সর্বকালীন রেকর্ড গড়তে পারলেন না যশস্বী।
ডমিনিকার প্রথম ইনিংসে জসওয়াল ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮৭ বলে ১৭১ রান করে আউট হয়ে বসেন। যেভাবে ব্যাট করছিলেন, তাতে ডাবল সেঞ্চুরি বাঁধা দেখাচ্ছিল যশস্বীর। সেক্ষেত্রে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে দ্বিশতরান করার রেকর্ড গড়তে পারতেন তিনি। তবে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
ভারতের হয়ে টেস্ট অভিষেকে সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে শিখর ধাওয়ানের। তিনি ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রোহিত শর্মা ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১৭৭ রান করে আউট হন। যশস্বী থামলেন ১৭১ রানে। সুতরাং, অল্পের জন্য বেঁচে যায় ধাওয়ানের রেকর্ড। যশস্বী আর ১৭ রান করলেই ভারতের হয়ে টেস্ট অভিষেকে সব থেকে বেশি রান করার সর্বকালীন রেকর্ড গড়তে পারতেন।
ভারতের হয়ে টেস্ট অভিষেকে সব থেকে বেশি রান:-
১. শিখর ধাওয়ান- ১৮৭ রান
২. রোহিত শর্মা- ১৭৭ রান
৩. যশস্বী জসওয়াল- ১৭১ রান
৪. গুণ্ডাপ্পা বিশ্বনাথ- ১৩৭ রান
৫. পৃথ্বী শ- ১৩৪ রান
যশস্বী অবশ্য এশিয়ার প্রথম ও একমাত্র ক্রিকেটার, যিনি উপমহাদেশের বাইরে টেস্ট অভিষেকে ১৫০ রানের গণ্ডি টপকান। অর্থাৎ, এশিয়ার ক্রিকেটার হিসেবে এশিয়ার বাইরে টেস্ট অভিষেকে সব থেকে বেশি রান করার রেকর্ড গড়েন যশস্বী। আগে এই রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে। তিনি ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন। ডমিনিকায় ১৭১ রান করে যশস্বী ভেঙে দেন সৌরভের সেই রেকর্ড।
এশিয়ার বাইরে টেস্ট অভিষেকে সব থেকে বেশি রান করা এশিয়ার ক্রিকেটার:-
১. যশস্বী জসওয়াল- ১৭১ রান
২. সৌরভ গঙ্গোপাধ্যায়- ১৩১ রান
৩. উমর আকমল- ১২৯ রান
৪. সুরিন্দর অমরনাথ- ১২৪ রান
৫. আব্বাস আলি- ১১২ রান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।