বাংলা নিউজ > ময়দান > Bengal vs Odisha Ranji Trophy: মনোজের হাফ-সেঞ্চুরি, তৃতীয় দিনের শেষে শতরানের দোরগোড়ায় ঈশ্বরন
হাফ-সেঞ্চুরি মনোজ তিওয়ারির। (ছবি সৌজন্যে বিসিসিআই)

Bengal vs Odisha Ranji Trophy: মনোজের হাফ-সেঞ্চুরি, তৃতীয় দিনের শেষে শতরানের দোরগোড়ায় ঈশ্বরন

Bengal vs Odisha Ranji Trophy 2022-23 Day 3 Live Score: ওড়িশাকে নাগালের মধ্যে বাঁধলেও প্রথম ইনিংসে ধারাবাহিকভাবে উইকেট হারানোর মাশুল দিতে হয় মনোজ তিওয়ারিদের। প্রথম ইনিংসের নিরিখে ১৬৫ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়ে ফলো-অন করতে বাধ্য হয় বাংলা।

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও প্রবল। এই অবস্থায় ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে রঞ্জির শেষ গ্রুপ ম্য়াচটি বাংলার কাছে নট-আউটের মহড়া হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও মনোজরা জয়ের ধারা বজায় রাখতে মরিয়া। টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও ম্যাচে হারেনি বাংলা। ২টি ড্র ম্যাচে প্রথম ইনিংসের নিরিখে লিড নেন মনোজরা। এবার ওড়িশার বিরুদ্ধে অবশ্য প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলা।

26 Jan 2023, 04:46:01 PM IST

তৃতীয় দিনের খেলা শেষ

প্রথম ইনিংসের নিরিখে ১৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা বাংলা তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছে। সুতরাং, বাংলা আপাতত এগিয়ে রয়েছে ৫৫ রানে। অভিমন্যু ঈশ্বরন ১৫৬ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ১৩টি চার মেরেছেন। মনোজ নট-আউট থাকেন ৫০ রানে।

26 Jan 2023, 04:40:57 PM IST

হাফ-সেঞ্চুরি মনোজের

দরকারের সময় ব্যাট হাতে দলকে নির্ভরতা দিলেন মনোজ তিওয়ারি। ৭টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বাংলা দলনায়ক।

26 Jan 2023, 04:28:44 PM IST

২০০ টপকাল বাংলা

৬০ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ২১৯ রান। অভিমন্যু ঈশ্বরন ১৫০ বলে ৯৪ রান করেছেন। তিনি ১৩টি চার মেরেছেন। মনোজ তিওয়ারি ৮৭ বলে ৪৯ রান করেছেন। অভিমন্যু ১৩টি ও মনোজ ৭টি চার মেরেছেন। বাংলার এগিয়ে রয়েছে ৫৪ রানে।

26 Jan 2023, 03:49:47 PM IST

বাংলার লিড নেওয়া শুরু

৫১ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ১৭৩ রান।  ১৩১ বলে ৭৭ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। ৫২ বলে ২৫ রান করেছেন মনজ তিওয়ারি। বাংলার হয়ে লিড রয়েছে ৮ রানের। 

26 Jan 2023, 03:27:35 PM IST

১৫০ টপকাল বাংলা

৪৭ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ১৫১ রান। ঈশ্বরন ১১৭ বলে ৬০ রান করেছেন। মনোজ ৪২ বলে ২০ রান করেছেন। বাংলা পিছিয়ে রয়েছে মাত্র ১৪ রানে।

26 Jan 2023, 02:51:01 PM IST

ঈশ্বরনের হাফ-সেঞ্চুরি

৭টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভিমন্যু ঈশ্বরন। ৪১ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ১৩৩ রান। অভিমন্যু ঈশ্বরন  ১০২ বলে ৫২ রান করেছেন। মনোজ তিওয়ারি ২১ বলে ১২ রান করেছেন।

26 Jan 2023, 02:36:32 PM IST

শুভঙ্কর আউট

৩৫.২ ওভারে সুনীলের বলে রাজেশের হাতে ধরা পড়েন শুভঙ্কর বল। ১৩ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলা দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি।

26 Jan 2023, 02:09:00 PM IST

 হাফ-সেঞ্চুরি করে আউট সুদীপ, চায়ের বিরতি

৩১.৫ ওভারে সুনীলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সুদীপ ঘরামি। সাজঘরে ফেরার আগে ৯টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। বাংলা ১১ রানে ২ উইকেট হারায়। সুদীপ সাজঘরে ফেরা মাত্রই তৃতীয় দিনের চায়ের বিরতি ঘোষিত হয়। অভিমন্যু ঈশ্বরন ব্যাট করছেন ব্যক্তিগত ৪৭ রানে। ৮১ বলের ইনিংসে তিনি ৭টি চার মেরেছেন। বাংলা আপাতত ৫৪ রানে পিছিয়ে রয়েছে।

26 Jan 2023, 01:13:06 PM IST

প্রতিরোধ গড়ছেন সুদীপ-ঈশ্বরন

২৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ১ উইকেটে ৬৮ রান। ৫৭ বলে ৩২ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ৫টি চার মেরেছেন। ৪৫ বলে ২৬ রান করেছেন সপদীপ ঘরামি। তিনিও ৫টি চার মেরেছেন। বাংলা আপাতত ৯৭ রানে পিছিয়ে রয়েছে।

26 Jan 2023, 12:46:25 PM IST

৫০ টপকাল বাংলা

১৭.৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসের বাংলার সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। ৪৬ বলে ২৯ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ৫টি চার মেরেছেন। ২৫ বলে ১২ রান করেছেন সুদীপ ঘরামি। তিনি ৩টি চার মেরেছেন। 

26 Jan 2023, 12:17:05 PM IST

করণ লাল আউট

১১.১ ওভারে বসন্ত মোহান্তির বলে শন্তনু মিশ্রর হাতে ধরা পড়েন করণ লাল। ৩৬ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলা দ্বিতীয় ইনিংসে ২৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুদীপ ঘরামি।

26 Jan 2023, 12:12:08 PM IST

সতর্ক শুরু বাংলার

দ্বিতীয় ইনিংসে ১১ ওভার ব্যাট করে বাংলা কোনও উইকেট না হারিয়ে ২৯ রান সংগ্রহ করেছে। ৩১ বলে ২০ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। ৩৫ বলে ৮ রান করেছেন করণ লাল।

26 Jan 2023, 11:28:01 AM IST

লাঞ্চের বিরতি

ফলো-অন করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলা তৃতীয় দিনের লাঞ্চে ৭ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ১৬ রান সংগ্রহ করেছে। তারা এখনও পিছিয়ে রয়েছে ১৪৯ রানে। ঈশ্বরন ১৯ বলে ৯ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন। ২৩ বলে ৭ রান করেছেন করণ লাল। তিনি ১টি চার মেরেছেন।

26 Jan 2023, 11:14:22 AM IST

দ্বিতীয় ইনিংসে সতর্ক শুরু বাংলার

দ্বিতীয় ইনিংসে ৬ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ১৬ রান। করণ লাল ৭ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন।

26 Jan 2023, 10:54:01 AM IST

বাংলাকে ফলো-অন করাল ওড়িশা

প্রথম ইনিংসের নিরিখে ১৬৫ রানের লিড হাতে নিয়ে বাংলাকে ফলো-অন করাল ওড়িশা। করণ লালকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরন। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে বাংলার ১ রান সংগ্রহ করে।

26 Jan 2023, 10:38:43 AM IST

১০০-য় অল-আউট বাংলা

৩৫.৫ ওভারে প্রয়াস সিংয়ের বলে সুভ্রাংশু সেনাপতির হাতে ধরা পড়েন আকাশ ঘটক। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১০ রান করেন তিনি। বাংলা ১০০ রানে ৯ উইকেট হারায়। চোট পাওয়া অনুষ্টুপ ব্যাট করতে নামেননি। ফলে বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০০ রান। প্রথম ইনিংসের নিরিখে ১৬৫ রানে পিছিয়ে পড়ে বাংলা। সূর্যকান্ত ও সুনীল ৩টি করে উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন বসন্ত ও প্রয়াস।

26 Jan 2023, 10:37:15 AM IST

সাজঘরে গীত পুরি, হ্যাটট্রিক সূর্যকান্তর

পরপর ৩ বলে ৩টি উইকেট তুলে নিলেন সূর্যকান্ত প্রধান। ৩৩তম ওভারের শেষ বলে তিনি সাজঘরে ফেরান শুভঙ্করকে। ৩৫তম ওভারে বল করতে এসে প্রথম ২টি বলে তিনি আউট করেন অভিষেক পোড়েল ও গীত পুরিকে। সেই সুবাদে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। গীত পুরি ১ বলে খেলে খাতা থোলার আগেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন। বাংলা ৯০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল।  

26 Jan 2023, 10:27:37 AM IST

অভিষেক আউট

৩৪.১ ওভারে সূর্যকান্ত প্রধানের বলে রাজেশের হাতে ধরা পড়েন অভিষেক পোড়েল। ২৮ বলে ১৮ রান করেন তিনি। মারেন ৩টি চার। বাংলা দলগত ৯০ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা। ব্যাট করতে নামেন গীত পুরি।

26 Jan 2023, 10:23:39 AM IST

শুভঙ্কর আউট

৩২.৬ ওভারে সূর্যকান্ত প্রধানের বলে শান্তনু মিশ্রর হাতে ধরা পড়েন শুভঙ্কর বল। ৫৩ বলে ১৭ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলা ৮৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ ঘটক।

26 Jan 2023, 10:01:43 AM IST

বিপর্যয় রোধের চেষ্টায় অভিষেকরা

৩০ ওভার শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ৭০ রান। ৪০ বলে ৬ রান করেছেন শুভঙ্কর বল। ২০ বলে ৯ রান করেছেন অভিষেক পোড়েল। অভিষেক ২টি চার মেরেছেন।

26 Jan 2023, 09:33:57 AM IST

মনোজ তিওয়ারি

পরপর ২ বলে ২টি উইকেট নিলেন সুনীল। ২৩.৬ ওভারে অনুরাগ সারঙ্গীর হাতে ধরা পড়েন মনোজ তিওয়ারি। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন বাংলা দলনায়ক। বাংলা দলগত ৫৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল। সুনীল একাই ৩টি উইকেট নিয়েছেন।

26 Jan 2023, 09:30:25 AM IST

অভিমন্যু ঈশ্বরন আউট

২৩.৫ ওভারে সুনীল কুমারের বলে রাজেশ ধুপেরের হাতে ধরা পড়েন অভিমন্যু ঈশ্বরন। ৫৯ বলে ২৭ রান করেন তিনি। মারেন ৩টি চার। বাংলা দলগত ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি।

26 Jan 2023, 09:17:56 AM IST

৫০ টপকাল বাংলা

২২ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ৫৬ রান। অভিমন্যু ঈশ্বরন ৪৫ বলে ২৭ রান করেছেন। মেরেছেন ৩টি চার। ১৮ বলে ২ রান করেছেন শুভঙ্কর।

26 Jan 2023, 09:13:45 AM IST

প্রীতম চক্রবর্তী আউট

১৬.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন প্রীতম চক্রবর্তী। ১৩ বলে ৮ রান করেন প্রীতম। মারেন ১টি চার। বাংলা দলগত ৪১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শুভঙ্কর বল।

26 Jan 2023, 08:38:27 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে ওড়িশা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৬৫ রানে। তারা সাকুল্যে ৯৮ ওভার ব্যাট করে। সুভ্রাংশু সেনাপতি ৬৭, শান্তনু মিশ্র ৪২ ও সন্দীপ পট্টনায়ক ৩০ রান করেন। ইশান পোড়েল ও প্রীতম চক্রবর্তী ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন আকাশ ঘটক। ১টি করে উইকেট সংগ্রহ করেন আকাশ দীপ ও গীত পুরি। জবাবে ব্যাট করতে নেমে বাংলা দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করে। অভিমন্যু ঈশ্বরন ১৪ ও প্রীতম চক্রবর্তী ৭ রানে নট-আউট থাকেন। করণ লাল ৮ ও সুদীপ ঘরামি ৯ রানে আউট হন।

26 Jan 2023, 08:38:27 AM IST

প্রথম দিনের স্কোর

টস জিতে ওড়িশাকে শুরুতে ব্যাট করতে পাঠান বাংলা দলনায়ক মনোজ তিওয়ারি। ওড়িশা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৯৬ রান তোলে। প্রথম দিনে খেলা হয় মাত্র ৩৫ ওভার। শান্তনু মিশ্র ৪১ রানে অপরাজিত থাকেন। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন রেকর্ড যাত্রী, এসি কামরায় 'টিকিটবিহীনদের ভিড়', বিয়ের সানাইতে কান ঝালাপালা রেলের মাতৃত্বকালীনের সাথে ২ বছরের চাইল্ড কেয়ার ছুটি কি প্রাপ্য মহিলাদের? যা বলল SC মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.