HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > BENG vs UKHND Ranji Trophy: ২য় দিনে দাপুটে বোলিং শাহবাজদের, চালকের আসনে বাংলা

BENG vs UKHND Ranji Trophy: ২য় দিনে দাপুটে বোলিং শাহবাজদের, চালকের আসনে বাংলা

Bengal vs Uttarakhand Ranji Trophy 2022-23 Day 2 Live Score: বাংলার হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করেন অভিমন্যু ঈশ্বরন। নিশ্চিত শতরান হাতছাড়া করেন সুদীপ ঘরামি।

শাহবাজ আহমেদ ও প্রদীপ্ত প্রামানিক। ছবি- সিএবি।

ইডেনে শক্তিশালী উত্তরপ্রেদশের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে এবারের রঞ্জি ট্রফি অভিযান শুরু করে বাংলা। পরে ঘরের মাঠেই দ্বিতীয় ম্যাচে হিমাচলপ্রদেশের কাছে থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নেন মনোজ তিওয়ারিরা। তৃতীয় ম্যাচে নাগাল্যান্ডকে তাদের ঘরের মাঠে ইনিংসে পরাজিত করে বাংলা। এবার টুর্নামেন্টের চতুর্থ লিগ ম্যাচে মনোজদের প্রতিপক্ষ উত্তরাখণ্ড। ফের অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করাই একমাত্র লক্ষ্য বাংলা ক্রিকেট দলের। আপাতত টস হারা সত্ত্বেও প্রথম দু'দিনে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখেন তিওয়ারিরা।

04 Jan 2023, 05:04 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

বাংলার ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরাখণ্ড একসময় ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে। তবে কুণাল-অখিল জুটির সৌজন্যে তারা নতুন করে কোনও উইকেট না হারিয়ে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। দ্বিতীয় দিনের শেষে উত্তরাখণ্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১০৪ রান তোলে। কুণাল চাণ্ডেলা ১২৪ বলে ৪০ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন। ৭১ বলে ৩২ রান করেছেন অখিল রাওয়াত। তিনি ৬টি চার মেরেছেন। বাংলার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ, আকাশ দীপ ও প্রদীপ্ত প্রামানিক। উইকেট পাননি ইশান পোড়েল ও গীত পুরি।

04 Jan 2023, 04:47 PM IST

১০০ টপকাল উত্তরাখণ্ড

৪২ ওভার শেষে উত্তরাখণ্ডের সংগ্রহ ৬ উইকেটে ১০৩ রান। ১১৮ বলে ৩৯ রান করেছেন কুণাল চাণ্ডেলা। ৭১ বলে ৩২ রান করেছেন অখিল রাওয়াত। কুণাল ৫টি ও অখিল ৬টি চার মেরেছেন।

04 Jan 2023, 04:14 PM IST

৪০ রানের পার্টনারশিপ কুণাল-অখিলের

৩৪ ওভার শেষে উত্তরাখণ্ডের স্কোর ৬ উইকেটে ৮৮ রান।  ৯৬ বলে ৩৫ রান করেছেন কুণাল চাণ্ডেলা। তিনি ৫টি চার মেরেছেন। ৪৫ বলে ২৫ রান করেছেন অখিল রাওয়াত। তিনিও ৫টি চার মেরেছেন।

04 Jan 2023, 03:46 PM IST

অখিলকে নিয়ে প্রতিরোধ গড়ছেন কুণাল

২৯ ওভার শেষে উত্তরাখণ্ডের স্কোর  ৬ উইকেটে ৭৫ রান। ৭৮ বলে ২৯ রান করেছেন কুণাল চাণ্ডেলা। তিনি ৪টি চার মেরেছেন। ৩২ বলে ১৯ রান করেছেন অখিল রাওয়াত। তিনিও ৪টি চার মেরেছেন।

04 Jan 2023, 03:08 PM IST

মায়াঙ্ককে ফেরালেন প্রদীপ্ত

মুড়ি মুড়কির মতো উইকেট সংগ্রহ করছেন বাংলার বোলাররা। ১৯.৫ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মায়াঙ্ক মিশ্র। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি মায়াঙ্ক। উত্তরাখণ্ড ৪৮ রান ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অখিল রাওয়াত।

04 Jan 2023, 03:01 PM IST

আদিত্য তারে আউট

স্বপ্নিলকে ফেরানোর পরে একই ওভারে আতিদ্য তারের উইকেটও তুলে নেন আকাশ দীপ। ১৮.৫ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে খাতা খুলতে পারেননি আদিত্য। উত্তরাখণ্ড ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে। ব্যাট করতে নামেন মায়াঙ্ক মিশ্র।

04 Jan 2023, 02:59 PM IST

স্ব্প্নিলকে ফেরালেন আকাশ দীপ

১৮.২ ওভারে আকাশ দীপের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন স্বপ্নিল সিং। ৬ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। উত্তরাখণ্ড ৪৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আদিত্য তারে।

04 Jan 2023, 02:51 PM IST

আরিয়ানকে ফেরালেন প্রদীপ্ত

১৫.৩ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আরিয়ান শর্মা। ৩০ বলে ৮ রান করেন তিনি। মারেন ২টি চার। উত্তরাখণ্ড ৩৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্বপ্নিল সিং।

04 Jan 2023, 02:26 PM IST

হাল ধরছেন কুণাল-আরিয়ান

১২ ওভার শেষে উত্তরাখন্ডের স্কোর ২ উইকেটে ৩৩ রান। ৩৪ বলে ১৭ রান করেছেন কুণাল চাণ্ডেলা। তিনি ৩টি চার মেরেছেন। ১৬ বলে ৪ রান করেছেন আরিয়ান।

04 Jan 2023, 01:42 PM IST

অবনীশ আউট

৫.৬ ওভারে শাহবাজ আহমেদের বলে অবনীশকে স্টাম্প-আউট করেন অভিষেক পোড়েল। ১৬ বলে ৪ রান করেন অবনীশ। মারেন ১টি চার। উত্তরাখণ্ড দলগত ১৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আরিয়ান শর্মা।

04 Jan 2023, 01:40 PM IST

জীবনজ্যোৎ সিং আউট

৩.১ ওভারে শাহবাজ আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জীবনজ্যোৎ সিং। ৭ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। উত্তরাখণ্ড দলগত ৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুণাল চাণ্ডেলা।

04 Jan 2023, 01:10 PM IST

ইশান আউট, প্রথম ইনিংসে অল-আউট বাংলা

১২০.৫ ওভারে অবনীশের বলে আদিত্য তারের দস্তানায় ধরা পড়েন ইশান পোড়েল। ৯ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বাংলা প্রথম ইনিংসে ৩৮৭ রানে অল-আউট হয়। শাহবাজ আহমেদ ৬৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার মারেন। মায়াঙ্ক মিশ্র ৯৫ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন।

04 Jan 2023, 12:36 PM IST

গীত পুরি আউট

১১৫.৬ ওভারে মায়াঙ্ক মিশ্রর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন গীত পুরি। ৭ বলে ২ রান করেন তিনি। বাংলা ৩৭৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল।

04 Jan 2023, 11:55 AM IST

আকাশ দীপ আউট, লাঞ্চের বিরতি

১১৩.৩ ওভারে মায়াঙ্ক মিশ্রর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আকাশ দীপ। ৯ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। বাংলা ৩৬৮ রানে ৮ উইকেট হারায়। মায়াঙ্ক মিশ্র প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। আকাশ দীপ আউট হওয়া মাত্রই দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষিত হয়। শাহবাজ আহমেদ ব্যাট করছেন ৪০ বলে ২৩ রান করে। তিনি ৩টি চার মেরেছেন।

04 Jan 2023, 11:35 AM IST

প্রদীপ্ত আউট

ক্রিজে খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না প্রদীপ্ত প্রামানিক। ১০৯.৫ ওভারে মায়াঙ্ক মিশ্রর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন প্রদীপ্ত। বাংলা ৩৪২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ দীপ।

04 Jan 2023, 11:26 AM IST

অভিষেক পোড়েল আউট

১০৮.৬ ওভারে মাধওয়ালের বলে অখিল রাওয়াতের হাতে ধরা পড়েন অভিষেক পোড়েল। ১৪ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলা প্রথম ইনিংসে ৩৪১ রানে ৬ উইকেট হারায়। শাহবাজ ৯ রানে ব্যাট করছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান প্রদীপ্ত প্রামানিক।

04 Jan 2023, 11:09 AM IST

অভিমন্যু ঈশ্বরন আউট

১০৫.৩ ওভারে অভয় নেগির বলে আদিত্য তারের দস্তানায় ধরা পড়েন অভিমন্যু ঈশ্বরন। ২৮৭ বলে ১৬৫ রান করেন তিনি। মারেন ১৪টি চার ও ১টি ছক্কা। বাংলা প্রথম ইনিংসে ৩১৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল।

04 Jan 2023, 10:36 AM IST

মনোজ তিওয়ারি আউট

৯৯.৬ ওভারে অভয় নেগির বলে অবনিশের হাতে ধরা পড়েন মনোজ তিওয়ারি। ২টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন বাংলা দলনায়ক। বাংলা ৩১০ রানে ৪ উইকেট হারায়। অভিমন্যু ব্যাট করছেন ২৬৮ বলে ১৬০ রান করে। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ।

04 Jan 2023, 10:19 AM IST

৩০০ টপকাল বাংলা

৯৭ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ৩০৫ রান। অভিমন্যু ঈশ্বরন ১৫৮ রানে ব্যাট করছেন। ১২ রানে অপরাজিত রয়েছেন মনোজ তিওয়ারি।

04 Jan 2023, 09:49 AM IST

১৫০ টপকালেন

১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫১ বলে ১৫০ রানের গণ্ডি টপটে যান অভিমন্যু ঈশ্বরন। ৯১ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ২৯৬ রান। ঈশ্বরন ১৫২ ও মনোজ ১০ রানে ব্যাট করছেন। তিওয়ারি ২টি চার মেরেছেন।

04 Jan 2023, 09:18 AM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

গতদিনের অপরাজিত ব্যাটসম্যান ঈশ্বরনের সঙ্গে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি। ৮৫ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ২৭০ রান।

04 Jan 2023, 09:06 AM IST

দ্বিশতরানে নজর অভিমন্যুর

ছেলেবেলা থেকে যে মাঠে খেলে বড় হয়েছেন, ইতিমধ্যেই সেখানে রঞ্জি ম্যাচে ব্যক্তিগত শতরান পূর্ণ করেছেন অভিমন্যু ঈশ্বরন। সুযোগ রয়েছে ডাবল সেঞ্চুরি করার। নিশ্চিতভাবেই দেরাদুনের অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে দ্বিশতরান করার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না ঈশ্বরন।

04 Jan 2023, 09:02 AM IST

প্রথম দিনের স্কোর

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা প্রথম দিনের শেষে ৩ উইকেটের বিনিময়ে ২৬৯ রান তোলে। তারা প্রথম দিনে সাকুল্যে ৮৪.৩ ওভার ব্যাট করে। সায়ন শেখর মণ্ডল ১৮, সুদীপ ঘরামি ৯০ ও অনুষ্টুপ মজুমদার ৩ রান করে আউট হন। অভিমন্যু ঈশ্বরন শতরান করেন। দিনের শেষে তিনি অপরাজিত থাকেন ব্যক্তিগত ১৪১ রানে। ২৩৮ বলের ইনিংসে অভিমন্যু ১২টি চার ও ১টি ছক্কা মারেন। প্রথম দিনে উত্তরাখণ্ডের হয়ে ৩টি উইকেটই নেন মায়াঙ্ক মিশ্র।

Latest News

LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম বলছে, ‘পার্শ্বপ্রতিক্রিয়ার কথা …'

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ