মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এ বারও তিন বছর আগের ছন্দেই ঝড় তুললেন বেথ মুনি। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, রবিবার সেখান থেকেই শুরু করেন বেথ মুনি। ৫৩ বলে অপরাজিত ৭৪ করে এ দিন অস্ট্রেলিয়াকে দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন তিনি। সেই সঙ্গে গড়ে ফেলেন বিশ্ব রেকর্ডও।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বেথ মুনি ভারতের বিরুদ্ধে অপরাজিত ৭৮ রান করেছিলেন। তিনিই প্রথম প্লেয়ার, যিনি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পরপর দু'বার ৫০-এর বেশি স্কোর করলেন। এই নজির বেথ মুনি ছাড়া আর কারও নেই।
আরও পড়ুন: ভিডিয়ো- ৬ বলে ৪ রান দরকার, তার পর পড়ল পাঁচ উইকেট অজি ঘরোয়া ক্রিকেটে
রবিবার ২০২৩ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাটিং নেয়। শুরুতে ব্যাট করে তারা ৬ উইকেটে ১৫৬ রান করে। অ্যাশলে হিলি ২০ বলে ১৮ করে আউট হলে, দলের হাল শক্ত হাতে ধরেন বেথ মুনি। দ্বিতীয় উইকেটে তাঁকে কিছুটা সঙ্গত করেন অ্যাশলে গার্ডনার। তবে দলের ৮২ রানের মাথা গার্ডনারও ২১ বলে ২৯ করে সাজঘরে ফেরেন। এর পর কেউই আর থিতু হতে পারেননি। ১৫ রানের গণ্ডিও টপকাননি বাকিরা।
আরও পড়ুন: ভিডিয়ো- চুল সাদা হয়ে যাচ্ছে, কবে বিয়ে করবেন? রসিক প্রশ্নের কী উত্তর দিলেন পাক অধিনায়ক?
এর বাইরে দুই অঙ্কের ঘরে পৌঁছেছিলেন গ্রেস হ্যারিস এবং অধিনায়ক মেগ ল্যানিং। তাঁরা মাত্র ১০ করে রান করেন। বাকিদের অবস্থা তথৈবচ। শুধুমাত্র বেথ মুনির অপরাজিত ৭৪ রানই অক্সিজেন হয় অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল এবং মারিজান ক্যাপ ২টি করে উইকেট নিয়েছেন। প্রোটিয়াদের বিশ্ব জয়ের স্বাদ পেতে হলে করতে হবে ১৫৭ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।