টি-২০ বিশ্বকাপ শুরুর দিনেই জোড়া ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। একে তো নমিবিয়ার কাছে লজ্জার হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। তার উপর চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাঁ-হাতি পেসার দিলশান মদুশঙ্কা। যদিও উদ্বোধনী ম্যাচের আগেই জানিয়ে দেওয়া হয় যে, বিশ্বকাপে মাঠে নামতে পারবেন না দিলশান।
কোয়াড মাসল ছিঁড়ে টুর্নামেন্টের বাইরে ছিটকে যান মদুশঙ্কা। তাঁর বদলে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে ঢোকেন বিনুরা ফার্নান্ডো। আইসিসির তরফে বিজ্ঞপ্তি জারি করে করে শ্রীলঙ্কার স্কোয়াডে রদবদলের কথা জানিয়ে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি মদুশঙ্কার পরিবর্ত হিসেবে বিনুরাকে শ্রীলঙ্কার স্কোয়াডে অন্তর্ভূক্ত করার অনুমতি দিয়েছে।
২২ বছরের মদুশঙ্কা শ্রীলঙ্কার হয়ে মোটে ৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৬টি উইকেট। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ম্য়াচে তিনি ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
দিলশানের বদলে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে ঢোকা বিনুরা তুলনায় অভিজ্ঞ। ২৭ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার শ্রীলঙ্কার হয়ে ৪টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটে ২টি ও দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে তিনি ১০টি উইকেট সংগ্রহ করেছেন। ফার্নান্ডো শেষবার শ্রীলঙ্কার হয়ে মাঠে নামেন গত ফেব্রুয়ারিতে ধরমশালায় ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচে।
উল্লেখ্য, রবিবার টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নমিবিয়ার কাছে ৫৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নমিবিয়া ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। ৪৪ রান করেন ফ্রাইলিঙ্ক। প্রমোদ মদুশান ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে ১০৮ রানে অল-আউট হয়ে যায়। দাসুন শানাকা ২৯ ও ভানুকা রাজাপক্ষে ২০ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।