কার্যত একেবারে খড়কুটোর মতোই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল নিউ সাউথ ওয়েলস। অস্ট্রেলিয়া ওয়ান ডে কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১০২ রানে জয় ছিনিয়ে নেয় এনএসডব্লিউ।
টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় এনএসডব্লিউ। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো কোণঠাঁসা হয়ে পড়ে এনএসডব্লিউ। সেই সময় পাঁচে ব্যাট করতে নেমে জ্যাক এডওয়ার্ড দলের হাল ধরেন। শুরুর দিকে তিনি পাশে পান ওপেন করতে নামা ড্যানিয়েল হিউজকে (১০২ বলে ৫৮ রান)। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন এডওয়ার্ড। ১২২ বলে ১০৮ রান করেন তিনি। যার নিটফল ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রানে ইনিংস শেষ হয় এনএসডব্লিউ-র।
পরে ব্যাট করতে নেমে এনএসডব্লিউর বোলারদের দাপটে কার্যত তাসের ঘরের মতোই গুড়িয়ে যায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। মাত্র ১৪৯ রানেই অল আউট হয়ে যান ডব্লিউএ টিমের ব্যাটসম্যানরা। এই দলের হয়ে সর্বোচ্চ রান ক্যামেরুন গ্রিনের। ৫৫ বলে ৩৬ করেন তিনি। ১০২ রানে হেরে হতাশ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। তবে জ্যাক এডওয়ার্ড যদি এনএসডব্লিউ দলের হাল না ধরতেন এবং শতরান না পেতেন, তবে খেলার ফল কী হত বলা মুশকিল! কারণ এডওয়ার্ড এবং ড্যানিয়েল হিউজ ছাড়া এনএসডব্লিউ-র বাকি ব্যাটসম্যানরাও তো সে ভাবে পারফরম্যান্স করতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।