পাকিস্তান সফর শেষ করেই আইপিএলে যোগ দেওয়ার কথা ছিল অজি ক্রিকেটারদের। এ বারের মেগা নিলামে ৬ কোটি টাকা দিয়ে অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শকে কিনেছিল দিল্লি ক্যাপটলস। অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের পরে মিচেল মার্শও ভারতের আসতেন। কিন্তু এখন আর সেটা হবে না। মিচেল মার্শ হিপ ফ্লেক্সার ইনজুরিতে ভুগছেন। মার্শের চোটের ব্যাপারে অ্যারন ফিঞ্চ বলেন, ‘আমার মনে হয় না,গতকাল ও যেমনটা অনুভব করছিল তার পর আর এই সিরিজের জন্য ওকে পাওয়া যাবে বলে। গতকাল ফিল্ডিং অনুশীলনের সময় ও যন্ত্রনাটা বেশি অনুভব করছিল। আমাদের মনে হচ্ছে ও অনুশীলনের সময় হিপ-ফ্লেক্সার চোট পেয়েছে। ওর স্ক্যান করা হয়েছে।’
একইসঙ্গে ফিঞ্চ জানিয়ে দেন পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে মিচেল মার্শের জায়গা পাচ্ছেন ক্যামেরন গ্রিন। অ্যারন ফিঞ্চ জানিয়েছেন,তিনি মনে করছেন পুরো সীমিত ওভারের সিরিজেই খেলা হবে না মার্শের। ফলে মার্শের জায়গায় সিরিজে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে। তিনি এখন টেস্টে আঙিনায় উন্নতি লাভ করছেন।
গ্রিন একমাত্র ওডিআই খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে। তখন তিনি ২৭ বলে ২১ রান করেছিলেন এবং চার ওভারে ২৭ রান খরচ করে ছিলেন। সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে ১৩ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন আবারও সীমিত ওভারের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। ২৯ মার্চ লাহোরে প্রথম একদিনের ম্যাচ খেলবেন। ৩১ মার্চ দ্বিতীয়, ২ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলবে। ৫ এপ্রিল লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের একমাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।