ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এই মুহূর্তে খুব উত্তেজনাপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে ফিরে আসা ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জিতে সিরিজে ১-১ ব্যবধানে ফিরে এসেছে। এখন দুই দলের মধ্যকার এই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ অগস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের শেষ ও নির্ণায়ক ওডিআই ম্যাচটি আজকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে।
বার্বাডোজে ওডিআই সিরিজের প্রথম ২ ম্যাচ খেলে টিম ইন্ডিয়া যখন ত্রিনিদাদে পৌঁছেছিল, তখন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ডোয়াইন ব্র্যাভো তাদের স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন। টিম ইন্ডিয়া হোটেলে পৌঁছলে সেখানে ডোয়াইন ব্র্যাভোর সঙ্গে রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজাদের সঙ্গে দেখা হয়। এই সময় সকলেই তাঁর সঙ্গে সাক্ষাৎ বিনিময় করেন। ভিডিয়ো দেখে একটা সময় তো মনে হচ্ছিল ত্রিনিদাদে চেন্নাই সুপার কিংসের রিইউনিয়ন বসেছে। সেখানে ব্র্যাভোর সঙ্গে তাঁর ছেলেও ছিল। বিসিসিআই এই পুরো মুহূর্তের ভিডিয়োটি টুইট করেছে এবং লিখেছে যে ‘আপনি যখন ত্রিনিদাদে পৌঁছাবেন…’
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যখন ভারতীয় দল ত্রিনিদাদের টিম হোটেলে প্রবেশ করেছিল তক সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন ডোয়াইন ব্র্যাভো। সেই সময়ে ব্র্যাভোর কোলে তাঁ সন্তানও ছিল। সেই সময়ে যখন রাহুল দ্রাবিড় ও অজিত আগরকর প্রথমে হোটেলে প্রবেশ করেন, তখন তাঁরা ব্র্যাভোর সঙ্গে হাত মেলান। এরপরে ব্র্যাভোকে দেখে এগিয়ে আসেন ইশান কিষান, উমরান মালিক ও রবীন্দ্র জাদেজারা। জাদেজা তো বহুক্ষণ ব্র্যাভোর সঙ্গে কথাও বলেন। এরপরে জয়দেব উনাদকাট, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন সকলের সঙ্গেই কথা বলেন ব্র্যাভো। যেন তিনি তাদের কে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন। এরপরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন ক্যারেবিয়ান তারকা। ব্র্যাভোর ছেলের সঙ্গে মজা করে রোহিত শর্মা এবং ব্র্যাভোর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন। এরপরে রুতুরাজের সঙ্গে জমিয়ে আড্ডা দেন ব্র্যাভো।
৩৯ বছর বয়সি ডোয়াইন ব্র্যাভোকে সম্প্রতি আমেরিকায় মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম মরশুমে খেলতে দেখা গিয়েছে। সুপার কিংসের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। তবে তাঁর টিম ফাইনালে উঠতে না পারার জন্য আগেই দেশে ফিরেছিলেন তিনি। এবার তিনি ত্রিনিদাদে টিম ইন্ডিয়াকে স্বাগত জানান। ব্র্য়াভো হলেন আইপিএলের সেরা খেলোয়াড়দের মধ্যেও একজন। যদিও এখন আইপিএলে, ব্র্যাভোকে চেন্নাই সুপার কিংসের (CSK) বোলিং কোচের ভূমিকায় দেখা যাচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।