বাংলা নিউজ > ময়দান > LPL 2023: ষাঁড়ের মতো গুঁতোগুঁতি দুই ফিল্ডারের, ক্যাচ তো মিস হলোই, বল চলে গেল বাউন্ডারির বাইরে- ভিডিয়ো

LPL 2023: ষাঁড়ের মতো গুঁতোগুঁতি দুই ফিল্ডারের, ক্যাচ তো মিস হলোই, বল চলে গেল বাউন্ডারির বাইরে- ভিডিয়ো

দুই ফল্ডারের ধাক্কায় ক্যাচ মিস। ছবি- এলপিএল।

Lanka Premier League: নূর আহমেদের বলে নুয়ানিদু ফার্নান্ডোর ক্যাচ মিস হয় দুই ফিল্ডারের নিজেদের ভুলে। যদিও দল শেষমেশ ম্যাচ জেতায় এমন ভুলের মাশুল চোকাতে হয়নি সমরাবিক্রমে ও জয়াবিক্রমেকে।

বলের দিকে চোখ রেখে ক্যাচ ধরার জন্য দু'দিক থেকে দৌড় শুরু করেন দুই ফিল্ডার। তবে কেউ কাউকে কল করে সতর্ক করেননি। শেষমেশ ডাম্বুলা অরার সাদিরা সমারাবিক্রমে ও প্রবীণ জয়াবিক্রমে নিজেদের মধ্যে গুঁতোগুঁতিতে জড়িয়ে পড়েন। ধাক্কাধাক্কিতে সাদিরার হাত থেকে বল ছিটকে যায়। শেষমেশ বল চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। আউট হয়ে সাজঘরে ফেরার বদলে চার রান উপহার পেয়ে যান কলম্বো স্ট্রাইকার্সের ব্যাটার নুয়ানিদু ফার্নান্ডো।

শনিবার পাল্লেকেলেতে ডাম্বুলার ঝুলিয়ে দেওয়া বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পালটা লড়াই চালায় কলম্বো স্ট্রাইকার্স। যদিও শেষমেশ জয়ের দোরগোড়ায় এসে থেমে যেতে হয় তাদের। দ্বিতীয় ইনিংসের ১০.৫ ওভারে নূর আহমেদের বলে স্লগ সুইপ মারেন নুয়ানিদু।

বল উড়ে যায় ডিপ মিডউইকেট বাউন্ডারিতে। ডানদিক থেকে ক্যাচ ধরার জন্য দৌড়ে যান সমরাবিক্রমে। বাঁ-দিক থেকে দৌড়ে আসেন জয়াবিক্রমে। ক্যাচ ধরেও নিয়েছিলেন সাদিরা। তবে প্রবীণের সঙ্গে ধাক্কায় তাঁর হাত থেকে বল ছিটকে যায়। ব্যক্তিগত ১১ রানের মাথায় জীবনদান পেয়ে যান নুয়ানিদু। জীবনদান পাওয়ার পরে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ফার্নান্ডো। যদিও তাঁর লড়াই কলম্বোকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না।

আরও পড়ুন:- World Cup 2023: কালীপুজোর রাতে ইডেনে পাকিস্তানের ম্যাচ, নিরাপত্তার কারণে বেঁকে বসেছে পুলিশ, খেলা হবে তো?

পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ডাম্বুলা। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে কুশল মেন্ডিস ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। ৪৬ বলের ধ্বংসাত্মক ইনিংসে ডাম্বুলা দলনায়ক ৪টি চার ও ৮টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে সাদিরা সমরাবিক্রমে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন।

আরও পড়ুন:- T10 Cricket: ৩২ বলে ৯৪ ফিরদৌসের, ছক্কার ছড়াছড়িতে ১০ ওভারের ম্যাচে উঠল ৩০০ রান- ভিডিয়ো

পালটা ব্যাট করতে নেমে কলম্বো স্ট্রাইকার্স ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮২ রানে আটকে যায়। বাবর আজম ওপেন করতে নেমে ৭টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। নুয়ানিদু ফার্নান্ডো ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। ১০ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে ডাম্বুলা। অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কুশল মেন্ডিস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম বলছে, ‘পার্শ্বপ্রতিক্রিয়ার কথা …'

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.