বাংলা নিউজ > ময়দান > World Cup 2023: কালীপুজোর রাতে ইডেনে পাকিস্তানের ম্যাচ, নিরাপত্তার কারণে বেঁকে বসেছে পুলিশ, খেলা হবে তো?

World Cup 2023: কালীপুজোর রাতে ইডেনে পাকিস্তানের ম্যাচ, নিরাপত্তার কারণে বেঁকে বসেছে পুলিশ, খেলা হবে তো?

ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা। ছবি- সিএবি।

নবরাত্রির জন্য আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদলতে চলেছে। এবার ফের বিশ্বকাপের সূচি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ক্রীড়াসূচি তৈরির সময় সবদিক বিবেচনা করা হয়েছিল কিনা উঠছে প্রশ্ন।

বিশ্বকাপের সূচি জানার জন্য ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জুনের শেষে বিসিসিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি প্রকাশ করা হয়। যদিও ক্রীড়াসূচি নির্ধারণের ক্ষেত্রে সবদিক বিবেচনা করা হয়েছিল কিনা, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কেননা চূড়ান্ত সূচি ঘোষণা করে দেওয়ার পরেও তাতে রদবদল করছে হচ্ছে বিসিসিআইকে।

নবরাত্রির জন্য আমদাবাদে অনুষ্ঠিত হতে চলা হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদলাতে পারে বলে খবর। সেই সম্ভাবনা প্রবলও। ইঙ্গিত যথার্থ প্রমাণিত হলে ভারত-পাকিস্তান লিগ ম্যাচটি একদিন আগে আয়োজিত হতে পারে।

যদিও একটি ম্যাচের দিনক্ষণ বদলাতে হলে দীর্ঘ টুর্নামেন্টের অন্য কয়েকটি ম্যাচের সূচির উপরেও প্রভাব পড়তে বাধ্য। একেই আমদাবাদের ভারত-পাক ম্যাচের সূচি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তার উপর পাকিস্তানের আরও একটি ম্যাচ নির্ধারিত সূচি মেনে আয়োজন করা নিয়েও তৈরি হয়েছে জটিলতা।

১২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার কথা পাকিস্তানের। তবে একই দিনে কালীপুজোর জন্য মহানগরী মেতে থাকবে আলোর উৎসবে। কালীপুজোর রাতে যাতে শহরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই ব্যস্ত থাকবে কলকাতা পুলিশ। তার উপরে ইডেনের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের নিরাপত্তা দিতে হলে সমস্যায় পড়তে হতে পারে পুলিশকে।

আরও পড়ুন:- LPL 2023: চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না বাবর আজম, কুশলের তাণ্ডবে ফিকে হল পাক তারকার লড়াই

লালবাজারের তরফে তাই বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কালীপুজোর দিনে ইডেনের ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না তাদের পক্ষে। অগত্যা বিসিসিআইয়ের কাছে ম্যাচের সূচি বদলানোর অনুরোধ করাই সেরা বিকল্প মনে হয় সিএবির। সেই মতো বোর্ডের কাছে অনুরোধ পৌঁছেও গিয়েছে বলে খবর। যদিও বিসিসিআই ম্যাচের দিনক্ষণ বদলানোর পক্ষপাতী নয় বলে শোনা যাচ্ছে।

স্বাভাবিকভাবেই ইডেনে বিশ্বকাপের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ আয়োজন নিয়ে অথৈ জলে সিএবি। অবশ্য সিএবি কর্তারা আত্মবিশ্বাসী যে, নির্ধারিত দিনেই ম্যাচটি আয়োজন করা নিয়ে বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যাবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাই শেষ ভরসা বাংলার ক্রিকেট সংস্থার।

আরও পড়ুন:- T10 Cricket: ৩২ বলে ৯৪ ফিরদৌসের, ছক্কার ছড়াছড়িতে ১০ ওভারের ম্যাচে উঠল ৩০০ রান- ভিডিয়ো

উল্লেখ্য, ইডেন গার্ডেন্স ১টি সেমিফাইনাল-সহ বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ অক্টোবর, ৩১ অক্টোবর, ৫ নভেম্বর, ১২ নভেম্বর ও ১৬ নভেম্বর। ৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারত। ১৬ নভেম্বর ইডেনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি।

ইডেনে বিশ্বকাপ ২০২৩-এর কোন কোন ম্যাচ আয়োজিত হবে:-

১) নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ (২৮ অক্টোবর, শনিবার)।
২) পাকিস্তান বনাম বাংলাদেশ (৩১ অক্টোবর, মঙ্গলবার)।
৩) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৫ নভেম্বর, রবিবার)।
৪) পাকিস্তান বনাম ইংল্যান্ড (১২ নভেম্বর, রবিবার)।
৫) দ্বিতীয় সেমিফাইনাল (১৬ নভেম্বর, বৃহস্পতিবার)।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.