শুভব্রত মুখার্জি: ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ -২ টাইয়ে শনিবার মুখোমুখি হয় ভারত এবং মরক্কো। বিজয়ন্ত খান্ড স্টেডিয়ামে এদিন মুখোমুখি হয় দুই দেশ। ডেভিস কাপের এই টাইয়ে খাতায় কলমে ফেভারিটের তকমা রয়েছে ভারতের। তবে তাদের পক্ষে দিনের শুরুটা ভালো হয়নি। তবে দিনের শেষে ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন সুমিত নাগাল। দুরন্ত জয়ে টাইয়ে ফিরিয়েছেন ভারতকে। দিনের শেষে টাইয়ের ফল আপাতত ১-১। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতের হয়ে অভিষেককারী শশিকুমার মুকুন্দ এবং মরক্কোর ইয়াসসিন দিলিমি। ম্যাচে এগিয়ে থাকার সময়ে ম্যাচ চলাকালীন খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় শশিকুমারকে। ফলে এই সিঙ্গেলস ম্যাচটি জিতে যায় মরক্কো।
এরপরেই ভারতকে টাইয়ে ফেরান তারকা খেলোয়াড় সুমিত নাগাল। ভারতের এক নম্বর টেনিস তারকা দ্বিতীয় সিঙ্গেলস ম্যাচটি জিতে নিয়ে টাই ১-১ করেন তিনি। ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনেন সুমিত। দ্বিতীয় সিঙ্গেলসে মরক্কোর অ্যাডাম মুন্ডিরকে স্ট্রেট সেটে হারান তিনি। এক সহজ জয় পান। ম্যাচের আগে ভালো বৃষ্টি হয়েছিল। ফলে অসুবিধা কিছুটা হয় দুই খেলোয়াড়ের। অতিরিক্ত আর্দ্রতার কারণে খেলোয়াড়দের সমস্যা বাড়ে।
গত সপ্তাহে এটিপি তুলিনিন চ্যালেঞ্জার্সে রানার্স আপ হন সুমিত নাগাল। ২৬ বছর বয়সি নাগাল এই মুহূর্তে এটিপি র্যাঙ্কিংয়ে রয়েছে ১৫৬ নম্বরে। আর তাঁর বিপক্ষ আ্যাডাম মুন্ডিরের র্যাঙ্ক এই মুহূর্তে ৭৭৯। খেলার শুরুর পরপরেই ব্রেকে এগিয়ে যান নাগাল। দিনের শেষে ৬-৩, ৬-৩ ফলে সহজে ম্যাচ জেতেন নাগাল। প্রথম সেটে মুন্ডিরের সার্ভ দুবার ব্রেক করেন নাগাল। এদিন দুরন্ত কোর্ট কভারেজ, ভালো ডিফেন্সিভ খেলার মধ্যে দিয়ে বিপক্ষকে দাঁড়াতেই দেয়নি নাগাল। এক ঘণ্টার কিছুটা বেশি সময় লাগে নাগালের তাঁর ম্যাচটি জিততে। অন্যদিকে ৩৬৫ র্যাঙ্কে থাকা মুকুন্দ কোর্টেই ক্র্যাম্পের সমস্যায় পড়েন। ম্যাচের ফল যখন ৭-৬(৪), ৫-৭, ১-৪ তখন কোর্ট ছাড়তে বাধ্য হন মুকুন্দ। তৃতীয় সেটে ১-২ অবস্থায় মেডিকেল টাইম আউট কল করেন মুকুন্দ। তবে খুব একটা লাভ হয়নি। তিন ঘণ্টা খেলার পরে মুকুন্দ স্পষ্ট জানান তিনি কোর্টে চলাফেরার অবস্থায় ছিলেন না, ম্যাচ খেলা তো দূরস্ত। দ্বিতীয় দিন ভারতের হয়ে নামবেন ডাবলস জুটি যুকি ভাম্ব্রি এবং রোহন বোপান্না। তাদের প্রথম রাউন্ডে মুখোমুখি হতে হবে ইয়োনেস লালামি এবং এলিয়ট বেঞ্চেট্রিটের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।