সাগর রানা ধনকড় হত্যা মামলার প্রধান অভিযুক্ত সুশীল কুমারের বিরুদ্ধে সোমবার ১৭০ পাতার চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ। সুশীল ছাড়াও এই মামলায় জড়িত আরও ১৯জনের বিরুদ্ধেও চার্জশিট জমা দেওয়া হয়েছে। চূড়ান্ত যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাতে সুশীল লেখা রয়েছে, এই হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সুশীল কুমারই।
এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি পাঁচজন পলাতক বলে জানানো হয়েছে।
এই মুহূর্তে অলিম্পিক্সে দু'বারের পদকজয়ী সুশীল কুমার তিহাড় জেলে বন্দি রয়েছেন। জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন সাগর রানা ধনকড় হত্যা মামালায় মূল অভিযুক্ত সুশীল কুমারই। সাগর ছাড়াও তাঁর আরও দুই বন্ধু সোনু ও অমিত কুমারকেও মারাধর করার অভিযোগ রয়েছে সুশীলের বিরুদ্ধে। প্রসঙ্গত সুশীলের মার খেয়েই মারা যান সাগর।
সাগর মারা যাওয়ার পর থেকেই আত্মগোপন করেছিলেন ৩৭ বছরের কুস্তিগীর। তবে শেষ পর্যন্ত দিল্লি পুলিশের জালে ধরা পড়েন দু'বারের অলিম্পিক্সে পদকজয়ী সুশীল। পুলিশের জেরায় সুশীল জানিয়েছিলেন, ছত্রসাল স্টেডিয়ামের ২৩ বছরের কুস্তিগীর সাগরকে তিনি শুধু ভয় দেখাতেই চেয়েছিলেন। মেরে ফেলতে চাননি। তদন্তে নেমে পুলিশ সুশীলের বিরুদ্ধে নানা কুকর্মের প্রমাণ পেয়েছেন। এমন কী অন্ধকার জগতের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।