বাংলা নিউজ > ময়দান > 'ধোনি থাকলে ভয়ডরহীন বল করতেন কুলদীপ, এখন জায়গা বাঁচানোর দিকে নজর থাকে'

'ধোনি থাকলে ভয়ডরহীন বল করতেন কুলদীপ, এখন জায়গা বাঁচানোর দিকে নজর থাকে'

উইকেটের পেছনে ধোনি থাকলে নিজেকে 'বাচিয়ে'খেলতেন না কুলদীপ, দাবি প্রাক্তন ভারতীয় স্পিনারের

সোনি সিক্সে 'স্কুল অফ ক্রিকেট' অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন শিবারামাকৃষনান। তিনি বলেন 'ধোনি অসাধারণ ছিল। একজন ক্রিকেটার অনেকটা পার্থক্য গড়ে দেন। একজন ব্যাটার যদি ব্যাকফুটে খেলে সে তার বোলারকে ফুলার লেন্থে বল করতে বলে।

শুভব্রত মুখার্জি: জিম্বাবোয়ে সফরে প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছে ভারতীয় দল। ১০ উইকেটে ম্যাচ জিতে তারা সিরিজে ১-০ ফলে এগিয়ে রয়েছে। এই ম্যাচেই দীর্ঘদিন বাদে ভারতীয় দলে ফিরেছেন স্পিনার কুলদীপ যাদব। বল হাতে ১০ ওভারে মাত্র ৩৬ রান দিলেও তিনি পাননি কোন উইকেট। আর এই প্রসঙ্গে বলতে গিয়েই প্রাক্তন ভারতীয় স্পিনার লক্ষ্মণ শিবারামাকৃষনান মনে করছেন উইকেটের পেছনে ধোনি থাকলে নিজেকে 'বাচিয়ে' খেলতেন না কুলদীপ যাদব।

সোনি সিক্সে 'স্কুল অফ ক্রিকেট' অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন শিবারামাকৃষনান। তিনি বলেন 'ধোনি অসাধারণ ছিল। একজন ক্রিকেটার অনেকটা পার্থক্য গড়ে দেন। একজন ব্যাটার যদি ব্যাকফুটে খেলে সে তার বোলারকে ফুলার লেন্থে বল করতে বলে। কুলদীপ আজকে 'স্লোয়ার থ্রু দি এয়ার' বল করেছে। ব্যাটার ব্যাকফুটে গিয়ে খেলছিল। ব্যাটারকে দিয়ে ওর ড্রাইভ করানো উচিত ছিল। কারণ বল অনেক স্লো আসছিল ফলে ব্যাটারের পক্ষেও ড্রাইভ করা সহজ হবে না।'

তিনি আরও যোগ করেন 'উইকেট রক্ষক এইসব বলার বিষয়ে আদর্শ ব্যক্তি। পরিস্থিতি অনুযায়ী সে বোলারকে পরামর্শ দিতে পারে। ধোনি শুধুমাত্র গেমটাকে ভালো বুঝত না, ও ব্যাটারদের মাইন্ডকেও ভাল বুঝত। ও কুলদীপ, চাহালকে পরামর্শ দিত কী বল করতে হবে। তবে আজকে (প্রথম ওয়ানডেতে) পরিস্থিতি অন্যরকম ছিল। কুলদীপের প্রত্যাবর্তন ঘটে দলে। ফলে ও (কুলদীপ) নিজেকে বাঁচিয়ে খেলার চেষ্টা করেছে। যাতে করে তিনটে ম্যাচেই ও খেলতে পারে। সেইজন্য ও কৃপন বোলিং করার দিকেই নজর দিয়েছে। আমি চাই ও একটা লাইন, লেন্থ ধরে এগোক। গুগলি করুক বা লেগ ব্রেক ব্যাটারদেরকে চমক দিক।'

বন্ধ করুন