ইতিমধ্যেই সব গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস প্লেঅফে যাওয়ার রাস্তায় অনেকটাই এগিয়ে রয়েছে। তবে চতুর্থ দল হিসাবে চলতি আইপিএলেও এখন কলকাতা নাইট রাইডার্স প্লেঅফে যাওয়ার জন্য লড়াই করছে। কিন্তু তাঁর মধ্যেও কলকাতার স্পিন বোলার বরুণ চক্রবর্তী নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। পার্পল ক্যাপের দৌড়ে নাম লিখিয়ে ফেলেছেন তিনি।
গত ৪ মে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্সের। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা। ১৭২ রানের টার্গেট দেয় হায়দারাবাদকে। এই রানের টার্গেট নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত তা পূরণ করতে পারেনি। সেই ম্যাচে শেষ ওভারে নীতীশ রানা বল করতে পাঠান বরুণ চক্রবর্তীকে। সেই ওভারে দুর্দান্ত বল করেন তিনি। পাশাপাশি সেই সময় বলের গতিবেগ ছিল ১০৭ কিমি প্রতি ঘন্টা। এছাড়াও লাইন এবং লেন্থ ভালো রাখে। বিপক্ষ দলের ভুবনেশ্বর কুমার চেষ্টা করলেও ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ করতে পারেনি। ম্যাচ জিতে নেয় কেকেআর।
গত বছর আইপিএলের মরশুমে ভালো পারফরম্যান্স করতে পারিনি বরুণ চক্রবর্তী। তবে এই বছর নিজের সেরাটা দিতে চাইছেন বরুণ। এবারের আইপিএলে ১১ টি ম্যাচে মাত্র ১৭ উইকেট নিয়েছেন তিনি।
বরুণ চক্রবর্তীর ব্যাপারে বলতে গিয়ে মাদুরাই প্যান্থার্সের কোচ শ্রীরাম কৃষ্ণমূর্তি বলেন, 'আমি মনে করি বরুণ ওর নিজের পুরনো ফর্মে ফিরে গিয়েছে। বাস্তব এটাই যে, একজন ক্রিকেটার বছরের পর বছর চেষ্টা করে নিজের উন্নতির পথ খুঁজে বের করে। বরুণও সেই পথে পা বাড়িয়ে ছিল। ও খুঁজে পেয়েছে কিভাবে উন্নতি সাধন করা যায়। কীভাবে একটি মরশুমে নিজের যোগ্যতা অর্জন করা যেতে পারে।'
তিনি আরও বলেন, 'বরুণ চক্রবর্তী যে কাজটা করা সব থেকে চেষ্টা করে তা হল, আরও ভালো লাইনে বল করা। ও গত বছর দেখতে চেয়েছিল বলের গতি কমাতে পারছে কিনা। আমি মনে করি সেই প্রক্রিয়ায় ও কিছুটা পুরনো ফর্মকে হারিয়েছে। ও যে স্বাভাবিক গতিতে বল করত সেটাই ওকে সাফল্য এনে দিয়েছিল। উচ্চতা এবং গতির সাথে একটু বেশি বাউন্স করে বল করে। ও যে কাজটা করতে চেয়েছে সেটাই ওকে সাফল্য এনে দিয়েছে। ও সত্যি খুব প্রতিভাবান একজন ক্রিকেটার। ওর বলের গতি রয়েছে। কেকেআরের হয়ে ভালো খেলছে। আশা করব এই ভাবেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)